Advertisment

'বাংলার মেয়ে'র গুণগান 'ধন্যি মেয়ে' জয়ার মুখে! বলছেন, "মমতা জিতলে বাংলার সংস্কৃতি বাঁচবে"

'মোদীর তারকা সেনাপতি' মিঠুন চক্রবর্তী হলে প্রচার ময়দানে মমতার 'মোক্ষম কৌশলী চাল' জয়া বচ্চন। মঙ্গলবার ব্রাত্য বসুর হয়ে দমদমে প্রচার করলেন 'ধন্যি মেয়ে'।

author-image
IE Bangla Web Desk
New Update
Jaya

একুশে বাংলার মসনদ দখলের লড়াইয়ে যদি গেরুয়া শিবিরের প্রচার অস্ত্র যদি 'মোদীর তারকা সেনাপতি' মিঠুন চক্রবর্তী হন, তাহলে তৃণমূলের 'মোক্ষম কৌশলী চাল' প্রচার ময়দানে জয়া বচ্চনকে (Jaya Bachchan) আনা। সোমবারই কলকাতায় পা রেখে তৃণমূলভবনে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হয়ে বাংলার মাটিতে বিজেপিকে (BJP) হুঁশিয়ারি ছুঁড়েছেন। তথাকথিত হিন্দুত্ববাদের ঝাণ্ডাধারীদের হাতে যেন বাংলার সংস্কৃতি নষ্ট না হয়, সেই চিন্তা নিয়ে আমজনতাকে ভোটাধিকার প্রয়োগ করার বার্তা দিয়েছিলেন। প্রচারের ময়দানেও পুরোদস্তুর কোমর বেঁধে নেমে পড়েছেন জয়া বচ্চন। গতকাল টালিগঞ্জে প্রচার করেছেন তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের হয়ে। আর মঙ্গলবারই বচ্চন-বধূকে দেখা গেল রাজ্যের আরেক মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী ব্রাত্য় বসুর (Bratya Basu) হয়ে রোড শো করতে।

Advertisment
publive-image

প্রসঙ্গত, ব্রাত্য বসু একুশের নির্বাচনে (West Bengal Assembly Election 2021) দমদম (Dumdum) বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রতিদ্বন্দিতা করছেন। তাঁর হয়েই মঙ্গলবার দমদমবাসীর কাছে ভোটপ্রার্থনা করলেন জয়া বচ্চন। বরফকল এলাকা থেকে শুরু হয়ে এই রোড শো শেষ হল গোরাবাজারে। সেখানেই 'বাংলার মেয়ে' মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান শোনা গেল 'ধন্যি মেয়ে' জয়ার মুখে। প্রচার-যান থেকেই সোজাসাপটা মন্তব্য তাঁর, "মমতা জিতলেই বাংলার সংস্কৃতি বাঁচবে।"

publive-image

প্রচারের ময়দানে তৃণমূলের 'তুরুপের তাস' জয়া এখানেই থামেননি, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই ফের বাংলার মসনদে তিনি দেখতে চান, সাফ জানিয়েছেন। সমাজবাদী পার্টির সাংসদ-নেত্রীর কথায়, "আমাদের সকলকে একসঙ্গে বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি সবকিছু বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে হবে। ভোট দিতে হবে। এটাই আমাদের শক্তি। তা যেন আমরা কোনওদিন না হারাই। মমতা জিতলে বাংলার সংস্কৃতি বাঁচবে।"

উপরন্তু, নিজে একজন বাঙালি পরিবারের মেয়ে হয়ে বাংলার মাটিতে আরেক বঙ্গকন্যার হয়ে প্রচারের দায়িত্ব পেয়ে নিজস্ব দল সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবকেও ধন্যবাদ জানিয়েছিলেন জয়া বচ্চন সোমবারের সাংবাদিক বৈঠকে।

publive-image
bratya basu Jaya Bachchan tmc Mamata Banerjee West Bengal Assembly Election 2021
Advertisment