রাজ্যের চতুর্থ দফা ভোটে রণক্ষেত্র শীতলকুচি যখন জাতীয়স্তরে সমালোচনার ঝড় তুলেছে, তখন টিটাগড়ে ভোটপ্রচারের মাঝেই বাংলায় মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অনুসরণ করে কেন্দ্রীয় বাহিনীর এহেন পদক্ষেপের বিরুদ্ধে তোপ দাগলেন ধন্যি মেয়ে জয়া বচ্চন। শনিবার ব্যারাকপুরের তৃণমূলপ্রার্থী রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) হয়ে অর্জুন-গড়ে প্রচারে নেমেছিলেন জয়া বচ্চন (Jaya Bachchan)। সেখানেই শীতলকুচিতে কেন্দ্রীয়বাহিনীর গুলিতে ৫ ভোটারের মৃত্যুর তুমুল নিন্দা করেন সমজবাদী পার্টির নেত্রী তথা সাংসদ।
প্রসঙ্গত, শনিবার কসবায় স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) ও মাকে সঙ্গে করে নিয়ে ভোট দিয়েছেন রাজ চক্রবর্তী। এরপরই সোজা চলে যান নিজস্ব কেন্দ্রে। কারণ, আগামী ২২ এপ্রিল ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে ভোট। তার আগে রবিবার টিটাগড়ে জয়া বচ্চনকে নিয়ে প্রচার সারলেন তৃণমূলপ্রার্থী রাজ।
এদিন টাটাগেট থেকে শুরু হয়ে উপেন্দ্রচন্দ্র রায় রোড হয়ে টিটাগড় (Titagarh) থানার সামনে শেষ হয় জয়া বচ্চনের রোড শো। হুডখোলা গাড়িতে রাজের হয়ে প্রচার করলেন ধন্যি মেয়ে। ঢাকের বাদ্যি, জয় বাংলা স্লোগানে দুই তারকার জমজমাট প্রচার দেখল টিটাগড়বাসী।
প্রসঙ্গত, রাজ্যের চতুর্থ দফা ভোটে (West Bengal Assembly Election 2021) সকাল থেকেই উত্তপ্ত রাজ্যের বিভিন্ন কেন্দ্র। কোচবিহার শীতলকুচির (Sitalkuchi) ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৫ জন নিহত হয়েছেন। যা নিয়ে রীতিমতো রণক্ষেত্র সংশ্লিষ্ট কেন্দ্র। ঘটনার জেরে মোদী সরকার তথা কেন্দ্রীয় বাহিনীকে তুলোধোনা করতে ছাড়েনি রাজ্যের শাসক দল। ইতিমধ্যেই তৃণমূলের (TMC) প্রতিনিধি হয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন ও সৌগত রায়। একদিকে উত্তরবঙ্গের শীতলকুচি-কাণ্ড যখন জাতীয়স্তরে সমালোচনার ইস্যু হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই বাংলার আরেক প্রান্তে তৃণমূলের হয়ে প্রচারে গিয়ে ঘটনার প্রতিবাদে সুর চড়ালেন জয়া বচ্চন।