Jaya Bachchan: 'টয়লেট, এটা একটা নাম?' নিজের আপত্তির কথা প্রকাশ্যেই জানালেন জয়া বচ্চন

Jaya on Toilet-ek prem Katha: ২০১৭ সালে অক্ষয় কুমারের 'টয়লেট: এক প্রেম কথা' নিয়ে তাঁর মন্তব্য মোটেও প্রশংসনীয় ছিল না। সংবাদ মাধ্যমের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে জয়া বচ্চন স্বীকার করেছেন যে টয়লেট: এক প্রেম কথার মতো ছবি দেখার বিষয়ে তার আপত্তি রয়েছে।

Jaya on Toilet-ek prem Katha: ২০১৭ সালে অক্ষয় কুমারের 'টয়লেট: এক প্রেম কথা' নিয়ে তাঁর মন্তব্য মোটেও প্রশংসনীয় ছিল না। সংবাদ মাধ্যমের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে জয়া বচ্চন স্বীকার করেছেন যে টয়লেট: এক প্রেম কথার মতো ছবি দেখার বিষয়ে তার আপত্তি রয়েছে।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
jaya Bachchan mocks toilet ek prem katha akshay kumar film says its a flop movie

Jaya-Akshay: কেন এত বিরক্ত তিনি এহেন ছবির ক্ষেত্রে? Photograph: ( ফাইল)

Jaya Bachchan mocks Toilet ek prem katha: অভিনেত্রী-রাজনীতিবিদ জয়া বচ্চনের সিনেমায় অভিষেক ঘটে ১৯৬৩ সালে সত্যজিৎ রায় পরিচালিত মহানগরের মাধ্যমে। পরবর্তীকালে তিনি বেশ কয়েক দশক ধরে ল্যান্ডমার্ক হিটগুলিতে হাজির হয়ে একটি দুর্দান্ত ক্যারিয়ার গড়েছিলেন। তবে সাম্প্রতিক চলচ্চিত্র সম্পর্কে তার খুব একটা মতামত আছে বলে মনে হয় না।  

Advertisment

২০১৭ সালে অক্ষয় কুমারের 'টয়লেট: এক প্রেম কথা' নিয়ে তাঁর মন্তব্য মোটেও প্রশংসনীয় ছিল না। সংবাদ মাধ্যমের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে জয়া বচ্চন স্বীকার করেছেন যে টয়লেট: এক প্রেম কথার মতো ছবি দেখার বিষয়ে তার আপত্তি রয়েছে। তাঁর জিজ্ঞাস্য ছিল,  "সিনেমার নামটা একবার দেখুন, আমি কখনই এই নামের কোনও সিনেমা দেখতে যাব না। এটা কি আসলেই কোনো নাম?'

দর্শকদের উদ্দেশে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে তারা এই জাতীয় শিরোনামের একটি সিনেমা দেখতে চান কিনা, এবং কয়েকজন লোক তাদের হাত তুলেছিল। সেই সংখ্যা ছিল খুবই কম। এত মানুষ উপস্থিত, কিন্তু তিনি যেই জিজ্ঞেস করলেন যে কতজন এই ছবি দেখতে চান, হাত তুললেন মাত্র ৪ জন। এরপরই তিনি বলেন, "তাহলে দেখুন, ৪ জন মানুষ বলছেন যে তাঁরা দেখতে আগ্রহী। এই ছবি তো তাহলে ফ্লপ-ই বটে। 

Advertisment

যদিও বা এই ছবিগুলি সমাজের মঙ্গল করে, কিংবা কিছু জানান দেয় এমন ছবি হিসেবেই পরিচিত। এই ছবির মাধ্যমে সকলে কিছু ভাল বার্তা পাবেন এমনটাই ধারণা করা হয় তারপরও,  অভিনেতা এগুলিকে 'প্রোপাগান্ডা' ফিল্ম বলে অভিহিত করেছিলেন এবং বলেছিলেন যে তিনি সেগুলি সমর্থন করলেও মাঝেমধ্যে তাঁর এগুলো নিয়ে অসুবিধা আছে।

 অভিনেতা আরও বলেন, "আজকের যুগে, এমনকি রাজনৈতিক দলগুলিও সিনেমা তৈরি করছে এবং এই সমস্ত নিয়ে আলোচনা করার জন্য আমাদের অনেক সময় প্রয়োজন।" উল্লেখ্য, তাঁকে শেষ দেখা গিয়েছে রকি অউর রানী কি প্রেম কাহানি ছবিতে।  

 

bollywood Akshay Kumar bollywood movie entertainment Entertainment News Bollywood News Jaya Bachchan bollywood actress Entertainment News Today Bollywood Actor