Advertisment

সেলফি তুলতেই 'ধাক্কা'! হাওড়ায় তৃণমূলের প্রচারে 'মেজাজ হারালেন' জয়া বচ্চন

এক তৃণমূল সমর্থক সেলফি তুলতে আসায় বেজায় চটে যান জয়া বচ্চন।

author-image
IE Bangla Web Desk
New Update
Jaya Bachchan

‘বাংলার মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত শক্ত করতে প্রচার শিডিউল আরও চার দিন বাড়িয়েছেন জয়া বচ্চন (Jaya Bachchan)। বৃহস্পতিবার অর্থাৎ আজ, দিনভর হাওড়ার (Howrah) বিধানসভা কেন্দ্রগুলিতে তৃণমূলের হয়ে প্রচারে ব্যস্ত ছিলেন সমাজবাদী পার্টির নেত্রী-সাংসদ জয়া বচ্চন। কারণ, সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে আজই প্রচারের শেষ দিন। আর সংশ্লিষ্ট জেলায় তৃণমূলের হয়ে প্রচার করতে গিয়েই মেজাজ হারালেন অমিতাভ-জায়া জয়া। সেলিব্রিটি দেখে উত্তেজিত হয়ে এক অনুরাগী সেলফি তুলতে এসেছিলেন। মোটেই পছন্দ হয়নি নেত্রী-সাংসদ জয়ার। অতঃপর প্রচারগাড়ি থেকেই হাত বাড়িয়ে জনৈক ব্যক্তিকে দিলেন এক ধাক্কা। যে মুহূর্তের ভিডিও এখন নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।

Advertisment

প্রসঙ্গত, আগামী শনিবার চতুর্থ দফায় হাওড়া শহরের বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ (West Bengal Assembly Election 2021, 4Th Phase) হবে। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের অন্তিমলগ্নে ঝড় তুলতে যুযুধান সব রাজনৈতিক শিবিরেরই। এদিন জয়া বচ্চন সকালে প্রথমে শিবপুর বিধানসভা কেন্দ্রে যান। সংশ্লিষ্ট কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারির হয়ে ‘রোড শো’ করেন। সেখানে সুষ্ঠ প্রচারের পর পা রাখেন উত্তর হাওড়ায়। তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরীর প্রচারে। সেখানেই ঘটে বিপত্তি। এক তৃণমূল সমর্থক সেলফি তুলতে আসায় বেজায় চটে যান জয়া বচ্চন।

উল্লেখ্য, উত্তর হাওড়ায় তৃণমূল (TMC) প্রার্থী গৌতম চৌধুরীর সমর্থনে ডবসন রোড ধরে খোলা জিপে রোড শো চলাকালীন এসি মার্কেটের অদূরেই এমন অনভিপ্রেত ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। যদিও হাওড়া উত্তরের ঘাসফুল শিবিরের প্রার্থী সংশ্লিষ্ট ঘটনা প্রসঙ্গে জানান, "মারধর বা ধাক্কাধাকির মতো কোনও ঘটনা ঘটেনি। জয়া বচ্চন কাউকে ধাক্কা দেননি। রোড শোতে প্রচুর মানুষ এসেছিলেন। ভীড়ের মধ্যেই হয়তো সামান্য ঠেলাঠেলি হয়েছে।"

অন্যদিকে, জয়ার মেজাজ হারানোকেই আবার প্রতিপক্ষ বিজেপি প্রার্থী উমেশ রায় হাতিয়ার করে বসেছেন। প্রচারে গিয়ে বলেন, "কোনও তারকা যদি মানুষকে সম্মান দিতে না পারেন তা হলে কিছু বলার নেই। উনি তো আবার সাংসদ। মানুষের ভাবাবেগের কথা মাথায় রাখা উচিত ছিল।" তাঁর দাবি, "উত্তর হাওড়ায় এবার তৃণমূলের পরাজয় নিশ্চিত।"

কিস্তিমাত করতে ভোটের রঙ্গমঞ্চে এখন সুপারস্টাররাই সবুজ-গেরুয়া শিবিরের মূল ‘বোড়ে’! চতুর্থ দফা ভোটের আগে তাই অন্তিমলগ্নের প্রচারে তৃণমূল-বিজেপি দুই বিরোধী শিবিরের হয়ে ঝড় তুলতে প্রস্তুত তারকারা।

প্রসঙ্গত, একুশে বাংলার মসনদ দখলের লড়াইয়ে যদি গেরুয়া শিবিরের প্রচার অস্ত্র যদি ‘মোদীর তারকা সেনাপতি’ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) হন, তাহলে তৃণমূলের ‘মোক্ষম কৌশলী চাল’ ভোটের ময়দানে জয়া বচ্চনকে (Jaya Bachchan) আনা। সোমবারই কলকাতায় পা রেখে তৃণমূলভবনে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হয়ে বাংলার মাটিতে বিজেপিকে (BJP) হুঁশিয়ারি ছুঁড়েছেন ধন্যি মেয়ে। তথাকথিত হিন্দুত্ববাদের ঝাণ্ডাধারীদের হাতে যেন বাংলার সংস্কৃতি নষ্ট না হয়, সেই চিন্তা নিয়ে আমজনতাকে ভোটাধিকার প্রয়োগ করার বার্তা দিয়েছিলেন।

Jaya Bachchan Howrah West Bengal Assembly Election 2021 tmc
Advertisment