Amitabh-Jaya: 'আমার সঙ্গে নয় যদি প্রেমিকা থাকত...', অমিতাভকে নিয়ে কী অভিযোগ জয়ার? ভাইরাল ভিডিও

Jaya Bachchan-Amitabh Bachchan: অমিতাভ নাকি জয়া বচ্চনের সঙ্গে মোটেই রোম্যান্টি নন। জয়ার অভিযোগ, বিগ বি-র যদি প্রেমিকা থাকত তাহলে তিনি তাঁর সঙ্গে রোম্যান্স করতেন। দেখুন সেই ভাইরাল ভিডিও।

Jaya Bachchan-Amitabh Bachchan: অমিতাভ নাকি জয়া বচ্চনের সঙ্গে মোটেই রোম্যান্টি নন। জয়ার অভিযোগ, বিগ বি-র যদি প্রেমিকা থাকত তাহলে তিনি তাঁর সঙ্গে রোম্যান্স করতেন। দেখুন সেই ভাইরাল ভিডিও।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Amitabh Bachchan, Jaya Bachchan, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অমিতাভ-জয়া, Indian Express Entertainment News, Bengali news today

অমিতাভকে নিয়ে কীঅভিযোগ জয়ার?

Amitabh-Jaya Relation: সালটা ছিল ১৯৭১। ওই বছরই মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন অভিনীত গুড্ডি। ওই সিনেমার শুটিং থেকেই একে অপরের কাছাকাছি আসেন। ১৯৭৩-এর ৩ জুন প্রেম পরিণতি পায় বিয়েতে। জয়া-অমিতাভের জীবনে রয়েছে তাঁদের দুই সন্তান অভিষেক বচ্চন ও শ্বেতা বচ্চন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জয়া বচ্চনের একটি ভিডিও। যেখানে অমিতাভকে নিয়ে খুল্লামখুল্লা কথা বলেছেন তাঁর অর্ধাঙ্গিনী। কোনওরকম রাখঢাক না করেই বলেছেন, অমিতাভ নাকি তাঁর সঙ্গে মোটেই রোম্যান্টিক নন। 

Advertisment

১৯৯৮-এ সিমি গেরেওয়ালের শোয়ে জয়াকে তিনি প্রশ্ন করেন, অমিতাভ রোম্যান্টিক? মিসেস বচ্চন উত্তর দেওয়ার আগেই অমিতাভ বলে দেন 'না'। জয়াও সহমত জানিয়ে পালটা বলেন, আমার সঙ্গে একদমই রোম্যান্টিক নয়। কর্তা-গিন্নির উত্তর শুনে তো সিমি হেসে কুটোপুটি। তাঁর যেন মনে হচ্ছিল, দুজনের মধ্যে সমস্যা তৈরি করে ফেললেন। জয়ার অনুযোগ শুনে অমিতাভ সিমিকে অমিতাভ বলেন, 'রোম্যান্টিক মানে এবার তাহলে হাঁটু মুড়ে প্রেমের প্রস্তাব দেব?' 

Advertisment

বিগ বি-র কথা শুনেই জয়া বলেন, 'না না, ফুল-মদ হাতে নিয়ে সারপ্রাইজ দিলেই হবে।' স্বামী-স্ত্রীর মাঝে সিমি তো পুরো স্যান্ডুইচ! বিগ বি ফের সিমিকে প্রশ্ন করেন, 'ভ্যালেন্টাইনস ডে-তে এগুলো হয় তাই না? আমি এগুলো আগে কখনও করিনি।' অমিতাভের কথা শুনে জয়া খানিক হেঁয়ালি করে বলেন, 'ও তো ভীষণ লাজুক। ওঁর যদি কোনও প্রেমিকা থাকত তাঁর জন্য নিশ্চয়ই করত। আমার জন্য করবে না।'

জয়ার কথা প্রসঙ্গেই সিমি তাঁর কাছে জানতে চান, 'যখন আপনি ওঁর প্রেমিকা ছিলেন তখন অমিতাভ রোম্যান্টিক ছিলেন?' জয়ার স্পষ্ট জবাব, টনা, তখনও ছিল না। কোনও রোম্যান্টিক কথাই বলতেন না।' এটা শুনে সিমি একটু অবাক হয়ে আমিতাভের দিকে তাকান। বিগ বি মুচকি হেসে বলেন,  'এই বিষয়ে আর কথা বাড়ানো মানে অযথা সময় নষ্ট।' জয়া আর সিমি তাকিয়ে মিষ্টি করে হাসেন। 

amitabh bachchan bollywood movie Bollywood News Jaya Bachchan bollywood actress Bollywood Actor Bollywood Couple