Jaya Bachchan-Kunam Kamra: 'কোথায় বাক-স্বাধীনতা?' কুণালের মন্তব্যের পরই মুখ খুললেন জয়া

Jaya for Kunal: সংসদ প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জয়া বচ্চন দেশে মত প্রকাশের স্বাধীনতার উপর কত সীমাবদ্ধতা রয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন। কমেডি ক্লাবের বিতর্ক এবং ভাঙচুরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে অভিনেতা-রাজনীতিবিদ বলেন...

Jaya for Kunal: সংসদ প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জয়া বচ্চন দেশে মত প্রকাশের স্বাধীনতার উপর কত সীমাবদ্ধতা রয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন। কমেডি ক্লাবের বিতর্ক এবং ভাঙচুরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে অভিনেতা-রাজনীতিবিদ বলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
jaya bachchan stands for kunal kamra

Jaya-Kunal: কুণালের হয়ে কী বলছেন জয়া? Photograph: (ফাইল চিত্র )

Jaya Bachchan-KUnal Kamra Row: স্ট্যান্ড-আপ কৌতুকাভিনেতা কুণাল কামরার সাম্প্রতিক মন্তব্য নিয়ে চলমান বিতর্কের মধ্যে, সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন এবং শিবসেনা সাংসদ সহ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব কামরার মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে এবং মুম্বাইয়ের যেখানে তার অনুষ্ঠান করা হয়েছিল, সেই স্থানে ভাঙচুরকারীদের কর্মকাণ্ডের সমালোচনা করতে এগিয়ে এসেছেন। 

Advertisment

সংসদ প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জয়া বচ্চন দেশে মত প্রকাশের স্বাধীনতার উপর কত সীমাবদ্ধতা রয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন। কমেডি ক্লাবের বিতর্ক এবং ভাঙচুরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে অভিনেতা-রাজনীতিবিদ বলেন, "যদি কথা বলার উপর বিধিনিষেধ থাকে, তাহলে আর কী হবে? এটা একটা খারাপ পরিস্থিতি। এত বিধিনিষেধ আছে। কথা বলাতেও এবার এতকিছু করা হবে। তোমাকে শুধু এই বিষয়ে কথা বলতে হবে, এটা সম্ভব?" 

তিনি আরও বলেন, “বাকস্বাধীনতা কোথায়? যখন হট্টগোল হয় তখনই কর্মকাণ্ডের স্বাধীনতা থাকে যেমন, বিরোধীদের মারধর করা, নারীদের ধর্ষণ করা, তাদের হত্যা করা। আর কী? তুমি (একনাথ শিন্ডে) তোমার আসল দল ত্যাগ করে ক্ষমতার জন্য অন্য দল গঠন করেছ। এটা কি বালাসাহেবের অপমান নয়?”

এদিকে, শিবসেনা (ইউবিটি) সাংসদ অরবিন্দ সাওয়ান্ত কুণাল কামরার পক্ষে সরব হয়ে বলেন, তার কমেডি বিশেষ অনুষ্ঠান "নয়া ভারত"-এ কৌতুকাভিনেতা যে মন্তব্য করেছেন তা সঠিক। এএনআই-এর সাথে কথা বলতে গিয়ে সাওয়ান্ত জোর দিয়ে বলেন, "কুণাল কামরা যা করেছেন, আমি মনে করি তার প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য সঠিক। বিরোধী দলের সবাই তার বিরুদ্ধে এটাই অভিযোগ করছে। তিনি এটি একটি কবিতার আকারে বলেছেন। যদি আমরা বলি যে এই দেশে গণতন্ত্র আছে এবং আমরা তাতে বিশ্বাস করি, তাহলে আমাদের এই সবকিছু মেনে নিতে হবে।"

Advertisment

মুম্বইয়ের খারে হ্যাবিট্যাট কমেডি ক্লাবে ভাঙচুরের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন সাওয়ান্ত। তিনি বলেন, "যারা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা উচিত। তারা কি সমালোচনা মেনে নিতে পারে না?" 

Jaya Bachchan Corona in Bollywood bollywood actress kunal-kamra