/indian-express-bangla/media/media_files/2025/09/29/pujo-2025-09-29-16-42-54.jpg)
পুজোয় নানা গল্প...
Durga Puja - Bollywood: মুখুজ্জে বাড়ির পুজোর দিকে তাকিয়ে থাকেন অনেকেই। এবং খেয়াল করলে দেখা যাবে এবছর বতুন প্রজন্মের অনেকেই রয়েছেন বড় দায়িত্বে। ষষ্ঠী থেকেই রানী-অয়ন এবং কাজল তিনজন রয়েছেন তদারকিতে। তাঁদের পরিবারের শীর্ষ-কর্তারা প্রয়াত, তাই এই দায়িত্ব এখন তাঁদের কাঁধে।
রানীর আগে কাজল-ই আসছেন প্রতিদিন মন্ডপে। গতকাল তো ছেলে-মেয়েকে নিয়ে এসেছিলেন। আজ মহা সপ্তমীতে কেমন সাজলেন তাঁরা? কাজলের পরনে সাদা হলুদ রঙের শাড়ি। রানী পড়েছেন লাল রঙের শাড়ি। পরিবারের সকলেই নয় শাড়ি নয়তো পাঞ্জাবিতে সেজে উঠেছেন। কিন্তু, মুখোপাধ্যায় বাড়ির পুজো হবে আর তারকা সমাগম হবে না?
কারা কারা এলেন আজ?
বাঙালি তারকাদের আনাগোনা সাধারণত বেশি থাকে। রুপালি গাঙ্গুলিকে দেখা গেল আজ। রানী তাঁকে দেখে শুধু এগিয়ে গেলেন এমন না, বরং তাঁকে জড়িয়ে ধরলেন। দেখা গেল নায়রা বন্দ্যোপাধ্যায়কে। তিনিও লাল রঙের জামদানিতে সেজে এসেছিলেন। দেখা গেল ইশিতা দত্ত এবং তার স্বামীকে। তার ছেলের সঙ্গে তো রীতিমতো খেলতে লেগে গেলেন কাজল। এছাড়াও দেখা গেল জয়া বচ্চনকে। তিনি প্রতিবার এই পুজোয় আসেন। তবে, সবসময় ভ্রু কোঁচকানো জয়া আজ বেশ খোশমেজাজে ধরা দিয়েছেন। পুজো আবহে হেসেছেন মিসেস বচ্চন। তার সঙ্গে কাজলের বার্তালাপ তো রয়েছেই।
কেন বিরক্ত কাজল?
বেদীর পাশেই দাঁড়িয়েছিলেন তিনি। আর সেখানেই তাঁকে দেখা গেল কিছু একটা দেখে রীতিমতো কপাল কুঁচকে তাকাচ্ছেন। এবং হাত দিয়ে ইশারা করে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। এবং, তাঁকে এভাবে দেখে বেশিরভাগ এমনই মন্তব্য করেছেন ঠিক যেন জোয়ার ডুপ্লিকেট।
রানি-অয়নের যুগলবন্দী
ভাই অয়ন মুখোপাধ্যায় হারিয়েছেন বাবা দেব-কে। সেই কারণেই এবার তার একদম অন্যরকম পুজো। কিন্তু ভাইকে এক্কেবারেই চোখের আড়াল করছেন না তাঁরা। বরং সবসময় তাঁকে চোখের সামনে রেখেছেন। অয়নের গলা জড়িয়ে ছবি তুলতে ব্যাস্ত রানী।