Jaya Prada Family Member Death: বিনোদন জগতে যেন একের পর এক খারাপ খবর। দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পয়াল সুপারস্টার উত্তম মোহান্তি। ওড়িশি বিনোদন জগতে শোকের ছায়া। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করার কথা ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। এর মাঝেই আরও এক মৃত্যুর খবর। স্বজনহারা হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়াপ্রদা। বুধবার হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রীর বড় ভাই রাজা বাবু। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন জয়াপ্রদার ভাই। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাজা বাবু। কিন্তু, শেষ রক্ষা হল না। বুধেই সব শেষ! তিনি ছিলেন বলিউডের অভিনেতা ও প্রযোজকও। চলচ্চিত্র জগতে তাঁর একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল।
বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একদা জনপ্রিয় অভিনেত্রী জয়াপ্রদা তাঁর সোশ্যাল মিডিয়ায় দাদার মৃত্যুসংবাদ জানিয়েছেন। রাজা বাবুর একটি ছবি শেয়ার করে আবেগপ্রবণ পোস্টে লিখেছেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার বড় দাদা শ্রী রাজা বাবু আজ (বুধবার) দুপুর তিনটে বেজে ২৬ মিনিটে পরলোক গমন করেছেন। সকলের প্রার্থনা একান্ত কাম্য।' রাজা বাবু ছিলেন একাধারে একজন অভিনেতা ও প্রযোজক। একাধিক ছবিতে তাঁর অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে। তিনি বরাবরই লাইমলাইট থেকে নিজেকে দূরে রাখতেন। তাঁর মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত সিনেদুনিয়ার মানুষজন।
পরিবার সূত্রে খবর, ২৮ ফেব্রুয়ারি হায়দরাবাদে রাজা বাবুর শেষকৃত্য সম্পন্ন হবে। দাদার সঙ্গে খুব ভাল বন্ডিং ছিল জয়াপ্রদার। কাছের মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সতীর্থ ও ভক্তরা তাঁর আত্মার শান্তি কামনা করেছেন। প্রসঙ্গত, হিন্দির পাশাপাশি দক্ষিণী ছবিতেও তাঁর অবদান অনস্বীকার্য। সাত ও আটের দশকে একাধিক হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন জয়াপ্রদা। রাজনীতির ময়দানেও অনেক উত্থান-পতন দেখেছেন জয়াপ্রদা। রাজা বাবুর মৃত্যু তাঁর পরিবারের কাছে নিঃসন্দেহে একটা কঠিন চ্যালেঞ্জিং সময়। ভক্তরা জয়াপ্রদাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মনে সাহস জুগিয়ছেন।