/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/jayed1.jpg)
জায়েদ খান...
তিনি জায়েদ খান, বলাই বাহুল্য তিনি বাংলাদেশের সুপারস্টার। সেখান থেকেই জামাকাপড় বানান যেখানে বলিউড সেলেবদের রীতিমতো আনাগোনা। শেষ কিছুমাসে তাঁকে এবং সায়ন্তিকাকে নিয়ে বিতর্কের শেষ নেই। ফের এবার মুখ খুললেন...
অভিনেতা, সবসময় জীবন নিয়ে অকপট। মনে যা মুখে তাই। বেশ সোজা সাপটা আলটপকা মন্তব্য করতেই তিনি ভালবাসেন। এবারও ব্যতিক্রম না। ফের একবার তিনি অভিনেত্রীর সঙ্গে ষড়যন্ত্রের যে গভীর যোগ, সেই ব্যাখ্যা দিলেন। কার কথা বললেন তিনি?
এর আগেও বাংলাদেশের তারকাদের নিয়ে মুখ খুলেছেন। সায়ন্তিকাকে নিয়েও তিনি নানা মন্তব্য করেছেন। বলেছেন, তাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এবার, তিনি বললেন বুবলির কথা। শাকিব বুবলি এবং অপু বিশ্বাস - এই তিনজনের নানা কাণ্ডে বাংলাদেশ বিনোদন মহলে মনোরঞ্জন লেগেই থাকে। অভিনেতা জায়েদ বুবলিকে নিয়ে বললেন..
আরও পড়ুন - বাড়ি ভর্তি মানুষের সামনেই ছক ভাঙা ভালবাসা, দর্শনার সঙ্গে সৌরভ যা করলেন…
"এত ষড়যন্ত্র কী করে হয় ওর সঙ্গে? মানুষের তো এত কাজের অভাব থাকতে পারে না? বুবলিকে নিয়ে কেন হবে এসব? আমার তো মনে হয় বুবলি মানে, ষড়যন্ত্রের শিকার।" বলেই হাসতে শুরু করেন তিনি। এখানেই শেষ না! অভিনেতা শাকিব খানকে প্রকাশ্যে অশিক্ষিত বললেন জায়েদ। তাঁর কথায়...
"শাকিব আর আমার মধ্যে দুটি পার্থক্য রয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেছি, আমি শিক্ষিত। আর শাকিব অশিক্ষিত। অন্যদিকে শাকিবের অভিনয় দক্ষতা ভাল। আমার সেই গুন নেই।"