জায়েদ খান, বাংলাদেশের সুপারস্টার তিনি। নিজেকে বাংলাদেশের শাহরুখ খান বলেই মনে করেন তিনি। তার নাকি, মহিলা অনুরাগীর সংখ্যা বেশি। দীর্ঘ ১৫ বছর তিনি অভিনয় করছেন, কিন্তু ছবি একটাও হিট নেই কেন?
প্রশ্ন শুনতেই রেগে আগুন তিনি। সাফল্য পাননি ইন্ডাস্ট্রিতে? একটা সিনেমা সেভাবে চলেনি তাঁর? জায়েদ খানের কথায়, সবটাই মানুষের মনগড়া। কারণ, তারা আমার সবকিছুতেই খারাপ দেখেন। ব্যবসায়িক সাফল্য মানে, যে টাকায় সিনেমা বানিয়েছি সেটা উঠতে হবে তো? এমন অনেক ছবি আছে। আমি তো প্রযোজনা পর্যন্ত করেছি। এটা তো নতুন নয়।
অনেকসময় মানুষের মনগড়া কথার কারণে অনেককিছুই ফেস করেছেন তিনি। ছবির সাফল্য প্রসঙ্গে, যখন কথা উঠছেই তিনি বাদ দিলেন না সায়ন্তিকা বিতর্কও। মানুষের খাম খেয়ালী পনা দেখে বিরক্ত তিনি। কেন মনগড়া কথা বলেন তাঁরা? জায়েদ খান বলেন, সায়ন্তিকা শুটিং করে চলে গেল, ওখানে খবর হয়ে গেল যে তাঁকে অনিচ্ছাকৃত ছোঁয়া হয়েছে। তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে সে কারণে চলে গিয়েছে। যদিও, একথা ঠিক নয়। সায়ন্তিকা নিজেও জানিয়েছেন যে প্রযোজকের সঙ্গে গন্ডগোল। তারপরও বলছি, আমাদের জিজ্ঞেস না করে কেন এসব লেখা হয়?
অভিনেতার ঘোরতর আপত্তি রয়েছে এধরনের খবরে। যদিও, তাঁকে বাংলাদেশের ফ্লপ হিরো হিসেবেই দেখা হয়। তিনি নাকি শো অফ করেন? জায়েদ জানান, "আমার ফেসবুকে কোনও পেজ নেই। আমি অন্যান্য তারকাদের মত সোশ্যাল মিডিয়ার জন্য ছেলেমেয়ে রাখি না। তাহলে কিসের শো অফ!"
উল্লেখ্য, মুজিব ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। অভিনেতা বেশ গর্বের সুরেই বলেন, আমি যে এই ছবির অংশ হতে পেরেছি সেটাই অনেক। তাঁর থেকেও বড় কথা, গুগলে মুজিব সার্চ করলে আমার নামটাই প্রথমে আসছে। এটা একটা আনন্দের বিষয়।