scorecardresearch

‘বনি অসৎ নয়’, শাক দিয়ে মাছ ঢাকছেন? জয়জিৎকে তুলোধোনা নেটপাড়ার

যখন বনিকে নিয়ে বিতর্কের শেষ নেই, তখনই তাঁর পাশে দাঁড়ালেন অভিনেতা

bony sengupta, bony sengupta ED, jayjit banerjee
বনির হয়ে সুর চড়ালেন জয়জিৎ

তিনি নাকি লিডিং হিরো.. বনি সেনগুপ্তর এই স্বীকারোক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চরম শোরগোল। বাঁকা চোখে তাকাচ্ছেন অনেকেই। তারকাদের মধ্যে অনেকেই বনিকে তুলোধোনা করলেও জয়জিৎ বন্দোপাধ্যায় সঙ্গ দিলেন তাঁকে।

বরাবরই স্পষ্ট কথার মানুষ জয়জিৎ। নিজের মন্তব্য রাখতে কখনই পিছিয়ে থাকেন না তিনি। অভিনয়ের সঙ্গে জড়িয়ে রয়েছেন দীর্ঘদিন। বনি সেনগুপ্তকে নিয়ে এখন চর্চার শেষ নেই। ইডির কড়া জেরার মুখে নানান বক্তব্য রেখেছেন তিনি। অভিনেতার মা এই প্রসঙ্গে বলেছিলেন, কুন্তলের টাকার আয়ের উৎস জানলে কখনোই সেই টাকা ছুঁয়ে দেখতেন না। কাগজে কলমে চুক্তি না করাটা ভুল। আবার কেউ কেউ সঙ্গও দিয়েছেন বনিকে। একজন তারকার কাছে সিনেমার সুযোগ এলে প্রোডাকশনের টাকা কোথা থেকে আসছে এই সূত্র বা রহস্যের উদঘাটন করা খুবই অসম্ভব বলেই দাবি করেছিলেন অনেকে। এবার জয়জিত সেই প্রসঙ্গেই সোশ্যাল মিডিয়ায় লিখলেন…

“প্রযোজকের টাকার উৎস জানাটা অনেকটা আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ রাখার মতন নয় কি ?!কুন্তল ঘোষ প্রযোজিত ছবি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল এ প্রদর্শীত হয়েছিল খবর পেলাম। সত্যি?!” শাসকদলের বিপক্ষেই কি তবে গলা চড়ালেন জয়জিৎ? একথা একেবারেই পরিষ্কার যে বনির হয়েই সুর টেনেছেন তিনি। জয়জিৎ এক সাক্ষাৎকারে জানান, এতদিন ধরে বনিকে দেখছেন কোনও অসচ্ছতা তিনি দেখেন নি। শুধু তাই নয় জয়জিত বললেন…

আরও পড়ুন [ ‘৭৫-এও বিছানায় সক্ষম! সুমন হিপোক্রিট, ভণ্ড..’ ভয়ঙ্করভাবে ধুয়ে দিলেন তসলিমা ]

“আমরা কাজ করি, তার জন্য পারিশ্রমিক পাই। কিন্তু প্রযোজকের কাছে কোথা থেকে আসছে সেটা জানার কথা আমাদের নয়। যেমন একজন চাকুরীজীবী যে অফিস থেকে মায়না পায় সেও জানে না কোম্পানির টাকা কোথা থেকে আসছে। এই একই ব্যাপার আমাদের সঙ্গেও হয়”। এদিকে, বনিরে লিডিং হিরো মন্তব্যকে ঘিরে নানা শোরগোল দর্শকমহলে। যদিও বনি জানিয়েছিলেন, যা নথি রয়েছে সবই তুলে দিয়েছেন ED – র হাতে।

কিন্তু জয়জিৎ- এর এই মন্তব্যে রেগে আগুন নেটপাড়ার অধিকাংশ। তাঁরা রেগে গিয়ে বলেই বসলেন, আপনি কি শাক দিয়ে মাছ ঢাকছেন? আবার কেউ বললেন, ভুলভাল বলা অভ্যাস হয়ে যাবে! তার থেকে চেপে যান।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Jayjit banerjee claimed bony sengupta was never dishonest