Advertisment

Jeet: বড় কিছু ঘটবে আগামীকাল, সুখবর দিলেন জিৎ

khaki the bengal Chapter: জিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একসঙ্গে কাজ করেছেন খাঁকি দ্যা বেঙ্গল চ্যাপ্টারে। নীরজ পান্ডের এই সিরিজে অভিনয় করছেন অনেকেই। বাংলার বড় তারকাদের উপস্থিতি থাকবে এই ছবিতে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
jeet- netflix

jeet- netflix: নতুন কিছু আসতে চলেছে নেটফ্লিক্সে? Photograph: (Instagram)

আগামীকাল বিরাট কিছু হতে চলেছে? অন্তত তারকাদের সমাজ মাধ্যম জুড়ে তেমনটাই দেখা যাচ্ছে। সরস্বতী পুজোর দিন যে ইন্ডাস্ট্রিতে ভাল কিছু ঘটতে চলেছে, সেটা বোঝা যাচ্ছে। অন্তত, জিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর তরফে ঠিক সেটাই বোঝা যাচ্ছে। 

Advertisment

জিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একসঙ্গে কাজ করেছেন খাঁকি দ্যা বেঙ্গল চ্যাপ্টারে। নীরজ পান্ডের এই সিরিজে অভিনয় করছেন অনেকেই। বাংলার বড় তারকাদের উপস্থিতি থাকবে এই ছবিতে। এক ফ্রেমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে জিৎ, টোটা রায়চৌধুরী এবং রাহুল দেব বোসকে দেখা যাবে। নীরজ পাণ্ডে পরিচালনা করছেন এই সিরিজ। এর আগে তিনি কাজ করেছেন খাকি দ্যা বিহার চ্যাপ্টারে। 

জিতের সোশ্যাল মিডিয়ার তরফে যে পোস্ট করা হয়েছে, সেখানে লেখা হয়েছে লাইটস-ক্যামেরা অ্যাকশান- আপনারা তৈরি নন যে কী আসতে চলেছে আগামীকাল। নজর রাখুন। এদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর তরফেও জানানো হয়েছে এমন কিছু। তিনি লিখছেন, নতুন বছর, নতুন আমরা। 

এদিকে, এই খবর প্রকাশ্যে আসতেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ফোন করা হয়েছিল, জিতের আপ্ত-সহায়ককে। এবং তিনি জানিয়েছেন যে অবশ্যই আগামীকাল খাকি নিয়েই কিছু আসছে, কিন্তু টিজার-ট্রেলার নাকি অন্যকিছু, সেটা প্রকাশ করেননি তিনি। 

Advertisment

কিন্তু, আসলে কী হতে চলেছে সেটা প্রকাশ্যে আসেনি। তবে, বড় কিছু যে এটুকু বোঝা সম্ভব। এই সিরিজের শুটিং হয়েছিল শ্যামবাজারে এবং শহরের নানা জায়গায়। তাঁর সঙ্গে দেখা গিয়েছিল শুটিং হয়েছিল মুম্বাইতেও। এই ক্রাইম থ্রিলার যে একদম অন্যরকম কিছু হতে চলেছে সেকথা পরিস্কার। 

prosenjit chatterjee jeet
Advertisment