Advertisment

Jeet: জিতের নয়া উপহারে মুগ্ধ ইন্ডাস্ট্রি, অভিনেতা চিনিয়ে দিলেন 'লিটিল বসকে'

Tollywood news : নতুন মানুষের সঙ্গেই পরিচয় করিয়ে দিলেন জিৎ। তাঁকে নিয়েই আহ্লাদে আটখানা ইন্ডাস্ট্রি

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Jeet Bengali actor tollywood introduced his son

জিৎ

সংক্রান্তির দিনে ভক্তদের নতুন উপহার দিলেন জিৎ। আর তাতেই উৎফুল্ল অভিনেতার অনুরাগীরা। পরিচয় করালেন তার হৃদয়ের অবিচ্ছেদ্য অঙ্গের সঙ্গে।

Advertisment

অভিনেতা কি তবে , নতুন ছবির ঘোষণা করলেন? একেবারেই না। মানুষ রিলিজ করেছে কিছুদিন আগে। সামনেই রুক্মিণীর সঙ্গে তাঁকে দেখা যাবে বুমেরাং ছবিতে। তাঁর আগেই অভিনেতা পরিচয় করিয়ে দিলেন এক নতুন সদস্যের সঙ্গে। জিৎ এর এই কাছের মানুষটি আসলে কে? মকর সংক্রান্তির দিনে, জিৎ দেখালেন তাঁর ছেলেকে।

কী নাম রাখলেন তার?

ছেলের বয়স মাস দুয়েক হবে। শুভশ্রীর আগে আগেই তিনি সন্তানের বাবা হয়েছিলেন। মেয়ের ১১ বছর পর তিনি আবারও একবার ছেলের বাবা হলেন। আর আজকের এই পূণ্যতিথিতে অভিনেতা তাঁর ছেলেকে দেখালেন সকলের সামনে। অভিনেতা তাঁকে কোলে নিয়ে এক মিষ্টি ছবি শেয়ার করলেন। লিখলেন...

আরও পড়ুন - Prosenjit Chatterjee: কী এমন কাজ, যার জন্য একমাত্র সৃজিতকেই ভরসা করেন প্রসেনজিৎ!

"আজকের এই পূণ্যদিনে আমি আমার ছেলের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিতে চাই। ওর নাম রণাভ। ওর তরফ থেকে সকলকে হাই জানালাম।" জিৎ এর ছেলেকে দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই। কিন্তু, তাঁর মুখ এখনও প্রকাশ্যে আনলেন না তিনি। অভিনেতাকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।

তারকাদের মধ্যে মিমি চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায়, সৌমিতৃষা অনেকেই তাঁকে ভালবাসা জানিয়েছেন। তাঁর ভক্তরাও আপ্লুত জিৎ এর এই বিশেষ উপহার পেয়ে।

tollywood jeet Entertainment News
Advertisment