scorecardresearch

কোয়েল-স্বস্তিকা নন, জিৎ-এর সঙ্গে মানায় একজনকেই! উত্তর শুনে হতবাক অভিনেতা খোদ

কার নাম শুনে চমকে উঠলেন জিৎ?

Jeet, Jeet's film, Chengiz, Rana Sarkar, Srijit Mukherji, Srijit Mukherji Jeet Chengiz, Chengiz box office collection, tollywood film, Salman khan, জিৎ, চেঙ্গিজ, সৃজিত মুখোপাধ্যায়, রানা সরকার, চেঙ্গিজ বক্সঅফিস কালেকশন, টলিউডের খবর, সলমন খান
টলিউড সুপারস্টার জিৎ

ঈদের ছুটিতে রিলিজ করেছে চেঙ্গিজ। এবং বলাই বাহুল্য, দর্শকদের বেশ পছন্দ হয়েছে সুপারস্টার জিতের এই ছবি। তাঁর এন্ট্রি ঝড় তুলেছে সিলভার স্ক্রিনে। হিরো হিসেবে তাঁর তুলনা নেই। কিন্তু তাঁকে কার সঙ্গে সবথেকে বেশি মানায় এই নিয়েও বেশ দ্বন্দ্বে পড়েছেন তিনি।

এবার তাঁর অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। প্যান ইন্ডিয়া ছবি হলেও এর জনপ্রিয়তা কিন্তু দিনদিন বাড়ছে। বাংলায় জিতের অনুরাগী সংখ্যা নেহাত কম নয়। বড়পর্দায় দীর্ঘদিন পর তাঁকে দেখে বেজায় আনন্দ পেয়েছেন ভক্তরা। দীর্ঘদিন অভিনয় করেছেন কোয়েলের সঙ্গে জুটি বেঁধে, তারপর স্বস্তিকার সঙ্গেও বেশ কিছু ছবিতে দেখা গেছে। পরবর্তীতে শ্রাবন্তী, শুভশ্রী… কিন্তু কার সঙ্গে সবথেকে বেশি তাঁকে মানায়?

আরও পড়ুন [ ধারাবাহিকে লাগাতার কাজ করলে আমার স্বপ্নপূরণ হবে না : অর্পণ ঘোষাল ]

প্রশ্ন ছোঁড়া হয়েছিল, তাঁর সহ অভিনেত্রীর উদ্দেশ্যেই। কোনও রকম বিতর্ক না রেখেই তিনি বলে উঠলেন, “ওর বউয়ের সঙ্গে”। যদিও একথা শোনার পর জিত যথেষ্টই অবাক হয়েছেন। বলাই বাহুল্য তিনি একথা একেবারেই আশা করেন নি। কিন্তু তারপরেও বলে বসলেন, একথা শুনে মোহনা খুব খুশি হবে।

এই প্রথম এক চূড়ান্ত সাহস দেখিয়েছেন জিত। বাংলা সিনেমাকে সারা ভারতব্যাপী রিলিজ করার ক্ষমতা রেখেছেন। বাংলা ছবির স্বার্থে জিত কাজ করে চলেছেন প্রতিনিয়ত। অভিনেতার কথায়, সম্ভব হলে চেঙ্গিজ মুক্তি পাবে বিদেশেও।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Jeet chengiz actress susmita said he look better with his wife