Advertisment
Presenting Partner
Desktop GIF

Jeet-Yaalini: ছেলে রোনাভের জন্মদিনে ভিন্ন রূপে জিৎ, ইয়ালীনিকে কোলে নিয়ে নাচ বসের...

Jeet danced with yaalini: ছেলের জন্মদিনে টলিউডের উপস্থিতি ছিল দেখার মত। মেয়েকে নিয়ে এসেছিলেন রাজ-শুভশ্রী। আর সেখানেই জিৎ নাচলেন রাজ কন্যাকে নিয়ে। দেখুন সেই ভিডিও।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
জিৎ

জিৎ নাচলেন ইয়ালিনিকে নিয়ে...

গতকাল ছেলের জন্মদিন উপলক্ষে এক উৎসবের আয়োজন করেছিলেন জিৎ। রোনাভ এখন এক বছরের। তাই, সকলকে সঙ্গে নিয়েই জন্মদিন উদযাপন করলেন তিনি। যেখানে, দেখা গেল টলিপাড়ার অনেককেই।

Advertisment

অভিনেত্রীদের মধ্যে সামিল হয়েছিলেন কোয়েল থেকে ঋতুপর্ণা, এছাড়াও মেয়েকে নিয়ে শুভশ্রী এসেছিলেন রোনাভের জন্মদিনে। আর সেখানেই তৈরি হল একটা মুহূর্ত। শুভশ্রী কন্যাকে নিয়ে জিৎ যা করলেন, তাতে করে আদুরে মুহূর্ত দেখে বেশিরভাগের মন্তব্য ঠিক এমনই, কী সুন্দর।

জিৎ তাঁর জন্মদিনে আমন্ত্রণ জানিয়েছিলেন যাদের, তাঁদের মধ্যে শুভশ্রী ছিলেন। সেখানেই, দেখা গেল ইয়ালিনিকে। গোলাপী রঙের ফ্রক পরে, সেই ছোট্ট একরত্তি রোনাভের জন্মদিনে গেলেন। আর তাঁকে পেয়েই জিৎ কোলে নিয়ে নাচ করতে শুরু করলেন। শান্ত ইয়ালিনি কিছু না বুঝলেও, জিতের চোখে মুখে আনন্দ পরিষ্কার। যে সুন্দর মুহূর্তের সৃষ্টি হল, তাতে কেউ বলছেন...

ভীষণ মিষ্টি। আবার কেউ বললেন, টলিউডের বর্তমান বস, এর ভবিষ্যতের লেডি বস একসঙ্গে। এদিকে, ইয়ালিনিকে এত শান্ত দেখে একজন বললেন, জিৎ দার পরবর্তী নায়িকা হতে পারে ইয়ালীনি।

যদিও, জিতের সঙ্গে মিল রয়েছে শুভশ্রী কন্যার...

জিৎ এবং শুভশ্রী কন্যার মধ্যে একটি জোরালো মিল কিন্তু রয়েছে। কেন? দুজনের জন্মদিন একই দিনে। ৩০ নভেম্বর একই দিনে তাঁরা জন্মদিনে শেয়ার করেন তারা। উল্লেখ্য, যেদিন থেকে মেয়েকে সকলের সামনে তিনি এনেছেন, সেদিন থেকেই ছোট্ট মেয়েটিকে ভালবাসা দিয়েছেন বেশিরভাগ। কিছুদিন আগেই ছেলে ইউভানের সুপারম্যান থিমের জন্মদিন পালন করেছেন রাজ এবং শুভশ্রী। এখন সামনে মেয়ের জন্মদিনে কী করেন, সেটাই দেখার অপেক্ষা।

 

Subhashree Ganguly jeet
Advertisment