প্যান ইন্ডিয়ায় রিলিজ করতে চলেছে জিতের নতুন ছবি 'চেঙ্গিজ'। ট্রেলার লঞ্চের পর থেকেই শোরগোল এবং উন্মাদনা তুঙ্গে। অনেকদিন পর আবারও নিজের ছবি নিয়ে ফিরছেন জিৎ। অসুর, অভিমান, রাবণের পর দীর্ঘদিন ছবি থেকে বিরতি নিয়েছিলেন। আবারও নতুন ফর্মে তিনি।
হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি। তার আগেই মুম্বাইয়ে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। একসময়ের স্ট্রাগল, সেই থেকে টলিপাড়ার লিডিং হিরো, লাইমলাইট থেকে বেশিরভাগ সময়ই দূরে থাকতে পছন্দ করেন তিনি। নিজের ছবি এবং কেরিয়ার ব্যতীত আর কিছুতেই সেভাবে ঝোঁক নেই তাঁর। কিন্তু নিজের আসন্ন ছবি নিয়ে বেশ উত্তেজিত তিনি। অন্যদের মত ইঁদুর দৌড়ে বিশ্বাসী নন তিনি। তাঁর কথায়....
"এই পৃথিবীতে সবাই আলাদা, সবার ট্যালেন্ট আলাদা। শিল্পীরা আলাদা। তাদের নিজেদের জায়গা আছে এই পৃথিবীতে। এসব কথায় আমার বিশ্বাস নেই। ইঁদুর দৌড় বলে কিছু হয় না। শুধু তাই নয়! চেঙ্গিজ নিয়ে বেশ আশাবাদী জিৎ। সম্পূর্ন নতুন ধাঁচের ছবি, একেবারেই অনন্য অভিজ্ঞতা হবে দর্শকদের। একজন নৃশংস, দয়াহীন মানুষের গল্প শোনাবে চেঙ্গিজ"।
উল্লেখ্য, এই ছবি নিয়ে নানান তর্জা। প্রথম বাংলা ছবি ভারতে রিলিজ করতে চলেছে। জিতের কথায়, আমার মনে হচ্ছে, আমি বাংলা সিনেমা নিয়ে গর্বিত। আজকে বাংলা সিনেমাকে হিন্দি স্তরে আনতে পেরেছি এটা ভেবেও আমার ভাল লাগছে। আশা করব মানুষের মন জয় করতে পারবে এই ছবি।