Advertisment
Presenting Partner
Desktop GIF

Raj Barman: জিৎ গাঙ্গুলির হাত ধরেই অরিজিতের গান হিন্দিতে গাইলেন রাজ, আজও আক্ষেপ রয়ে গিয়েছে শিল্পীর?

Raj and Arijit: গান তো শুধু গান- ই, জিতের সঙ্গে কাজ করেও যে কাজটা করা হল না রাজের...

author-image
Anurupa Chakraborty
New Update
arijit singh, raj burman, arijit songs, raj burman songs, arijit raj burman, jeet ganguly, jeet ganguly news, arijit singh songs, arijit and jeet ganguly

Raj Burman- কেন আজও আক্ষেপ রয়েছে তাঁর? ছবি- ইনস্টা

Raj Barman song: সঙ্গীত পরিচালক যদি চান, তবে অনেককিছুই হতে পারে। অন্তত, এমন এক ঘটনাই ঘটল সঙ্গীত মহলে। জিৎ গাঙ্গুলির সুরে চেনা গান কে তুই বল। দেবের ছবিতে নেওয়া হয়েছিল এই দৃশ্যপট। সেই গানের হিন্দি সংস্করণ তৈরি করলেন সুরকার।

Advertisment

কে তুই বল, গানটির খ্যাতি নিয়ে কোনও প্রশ্ন নেই। একেই বাংলা ছবির সুপারস্টার দেব রয়েছেন সেই গানে। তাঁর থেকেও বড় কথা, অরিজিৎ সিং ( Arijit Singh ) খোদ গেয়েছিলেন এই গান। কিন্তু, এবার এর হিন্দি সংস্করণ বানানোর আগেই পরিচালক পাল্টে ফেললেন তাঁর শিল্পী। হিন্দি ভার্সনে ও হারিয়ে গানটি গেয়েছেন রাজ বর্মন ( Raj Barman )। রাজ, গানের দুনিয়ায় বেশ পরিচিত নাম।

কিন্তু, এত জনপ্রিয় একটা গান যেটি একসময় অরিজিৎ এর সূত্রে পরিচয় পেয়েছিল সেই গানটি গাওয়ার আগে কিছু মনে হয়েছিল রাজের? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে কথা বলতে গিয়েই হেসে উঠলেন তিনি। সাফ বললেন, "নানা! অরিজিৎ দা তো নিদারুণ গেয়েছিলেন। তবে, এক্ষেত্রে জিৎ দার মনে হয়েছিল। ওটা তো, সিনেমার জন্য ব্যবহার করা হয়েছিল। আর এটা একটা সিঙ্গেল মিউজিক। যদিও জিৎ দা হয়তো পড়ে গানটি ব্যবহার করতে পারেন কোনও সিনেমার ক্ষেত্রে। এরকম তো অনেক গান তিনি হিন্দি ছবিতে ব্যবহার করেছেন।"

আরও পড়ুন - Soumitrisha Kundu: এক পরিচিতের জীবনে ঘটেছিল বড় বিপদ, ঠিক এই কারণেই শিবের পুজো করতে ভয় পেতেন সৌমীতৃষা!

প্রশ্ন ছিল, অরিজিৎ এর জনপ্রিয় গানটি হিন্দিতে গেয়েছেন, তাঁর সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ হয়েছে কী? রাজের কথায়, "আসলে অরিজিৎ সিংকে পাওয়া খুব মুশকিল। আর আমিও সোশ্যাল অনুষ্ঠানে খুব একটা যাই না। দুজনের হাবভাব কিছুটা হলেও একরকম। সেই কারণেই হয়তো সম্ভব হয়নি দেখা হওয়া। ভবিষ্যতে হবে একসময়।"

টলিউডের গানের ভোল পাল্টে দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। তারপর, বলিউডে বেশ কিছু সুর করেছেন। তাঁর দরুন, বাংলা ছবিতে সোনু নিগম থেকে শান, গেয়েছিলেন সকলেই। মানুষ দেখতে শুরু করেছিলেন বাংলা ছবি। বাংলা গানের প্রতি আবারও তাঁদের ভালবাসা বেড়েছিল। কিন্তু আক্ষেপ রয়েছে রাজের। কেন? জিৎ দার সঙ্গে গান গাওয়ার পরেও আক্ষেপ?

শিল্পীর কথায়, "আমিও বাঙালি, আর জিৎ দাও বাঙালি। কিন্তু আক্ষেপ এটাই যে জিৎ দার সঙ্গে হিন্দি গান হলেও বাংলা গান হয়নি। আমি সবসময় দাদাকে বলি, বাংলা গানের জন্য। দেখা যাক কী হয় ভবিষ্যতে।"

bollywood tollywood jeet ganguly Entertainment News Arijit Singh
Advertisment