/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/jeet.jpg)
Jeet For RG Kar: আজও থাকছেন না জিৎ...
Jeet on RG Kar Protest: এই সমাজে নারী স্বাধীনতা কই? আজ স্বাধীনতার এত বছর পরেও এই রাজ্যে এবং এই দেশের মেয়েরা সুরক্ষিত নয়। জুনিয়র ডাক্তারের মৃত্যুতে সরগরম গোটা দেশ। জাস্টিস চেয়ে আন্দোলনে নেমেছেন বেশিরভাগ। কিন্তু এখনো পথে দেখা যায়নি দেব কিংবা জিৎকে। তালিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য নিজেও।
খবর এমনই, আজ ওয়েস্ট বেঙ্গল আর্টিস্ট ফরমের তরফ থেকে বার করা হবে একটি মিছিল। সেখানে পায়ের পায়ে হাঁটবেন প্রতিবাদ করবেন জাস্টিস চাইবেন টেলিভিশনের দুনিয়া তারকারা। একে একে বিভিন্ন দলের মানুষ রাস্তায় নেমেছেন। আইনজীবী থেকে আইটি সেক্টর, গ্রাম থেকে শহর প্রতিবাদের আওয়াজ তুলেছেন বেশিরভাগ।
তারকা তার মধ্যে ব্যাতিক্রম নয়। একবার টলিউড ইন্ডাস্ট্রির পুরো দল, পরবর্তীতে দেখা গিয়েছে সংগীত শিল্পী এবং পরিচালকদের মিছিলও। আর আজ যখন আর্টিস্ট ফোরামের তরফ থেকে টেলিভিশনের তারকারা পথে নামছেন, তখন তাদের কার্যকরী সভাপতি জিৎ শহর কলকাতায় নেই। অভিনেতা, পাশাপাশি না হাঁটতে পারলে মানসিকভাবে সকলের সঙ্গে আছেন একথাই জানালেন।
তিনি সমাজ মাধ্যমে লিখলেন, "পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরাম আজ ২৪শে আগস্ট, #RGKar ঘটনার প্রতিক্রিয়ায় একটি শান্তিপূর্ণ অবস্থান পালন করবে। দুর্ভাগ্যবশত, আমার পূর্বের কাজের প্রতিশ্রুতির কারণে, বর্তমানে আমি কলকাতার বাইরে। ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করতে না পারার জন্য আমি দুঃখিত। আমি আন্তরিকভাবে এই উদ্যোগের সমর্থনে দাঁড়িয়েছি।"
এর আগেও জিৎ এই ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। প্রতিবাদ করেছেন। যদিও রাস্তায় নামের প্রতিবাদ করতে তাকে দেখা যায়নি। যেদিন টলিউডের অন্যান্য নেমেছিলেন রাস্তায়, সেদিন জিৎ অনুপস্থিত ছিলেন। আর আজও তিনি শহরের বাইরে।
যদিও বা অভিনেতার ভক্ত সংখ্যা অনেক। কিন্তু তারপরেও রাস্তায় নেমে যে তিনি প্রতিবাদ করেনি এতে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। তারা অনেকেই বলেছেন, আপনি অনেক দেরিতে এলেন। আবার কেউ বললেন রাস্তায় নেমে প্রতিবাদটা করলে মনে হয় বেশি খুশি হতাম।