Advertisment
Presenting Partner
Desktop GIF

Jeet - RG Kar Protest: আর্টিস্ট ফোরামের জমায়েতে নেই কার্যকরী সভাপতি জিৎ, কোন ব্যক্তিগত কাজে আটকে তিনি?

Jeet on protest: সমাজ মাধ্যমে বারবার আওয়াজ তুলেছেন জিৎ। কিন্তু রাস্তায় নামের প্রতিবাদ করতে অভিনেতাকে দেখা যায়নি। আর আজ যখন ফের একবার তিনি একই কাজ করলেন, তখন তার ভক্তরা তাকে চেপে ধরলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Jeet is busy with his new work actor doesn't reach to the ongoing protest of RG kar medical College

Jeet For RG Kar: আজও থাকছেন না জিৎ...

Jeet on RG Kar Protest: এই সমাজে নারী স্বাধীনতা কই? আজ স্বাধীনতার এত বছর পরেও এই রাজ্যে এবং এই দেশের মেয়েরা সুরক্ষিত নয়। জুনিয়র ডাক্তারের মৃত্যুতে সরগরম গোটা দেশ। জাস্টিস চেয়ে আন্দোলনে নেমেছেন বেশিরভাগ। কিন্তু এখনো পথে দেখা যায়নি দেব কিংবা জিৎকে। তালিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য নিজেও।

Advertisment

খবর এমনই, আজ ওয়েস্ট বেঙ্গল আর্টিস্ট ফরমের তরফ থেকে বার করা হবে একটি মিছিল। সেখানে পায়ের পায়ে হাঁটবেন প্রতিবাদ করবেন জাস্টিস চাইবেন টেলিভিশনের দুনিয়া তারকারা। একে একে বিভিন্ন দলের মানুষ রাস্তায় নেমেছেন। আইনজীবী থেকে আইটি সেক্টর, গ্রাম থেকে শহর প্রতিবাদের আওয়াজ তুলেছেন বেশিরভাগ।

তারকা তার মধ্যে ব্যাতিক্রম নয়। একবার টলিউড ইন্ডাস্ট্রির পুরো দল, পরবর্তীতে দেখা গিয়েছে সংগীত শিল্পী এবং পরিচালকদের মিছিলও। আর আজ যখন আর্টিস্ট ফোরামের তরফ থেকে টেলিভিশনের তারকারা পথে নামছেন, তখন তাদের কার্যকরী সভাপতি জিৎ শহর কলকাতায় নেই। অভিনেতা, পাশাপাশি না হাঁটতে পারলে মানসিকভাবে সকলের সঙ্গে আছেন একথাই জানালেন।

তিনি সমাজ মাধ্যমে লিখলেন, "পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরাম আজ ২৪শে আগস্ট, #RGKar ঘটনার প্রতিক্রিয়ায় একটি শান্তিপূর্ণ অবস্থান পালন করবে। দুর্ভাগ্যবশত, আমার পূর্বের কাজের প্রতিশ্রুতির কারণে, বর্তমানে আমি কলকাতার বাইরে। ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করতে না পারার জন্য আমি দুঃখিত। আমি আন্তরিকভাবে এই উদ্যোগের সমর্থনে দাঁড়িয়েছি।"

আরও পড়ুন - Jaya Ahsan: ‘ভারতের দালাল একটা…’, পদ্মাপাড়ের বন্যায় সাহায্যের হাত জয়ার, এদেশে কাজ করতেই জুটল তুমুল বঞ্চনা…

এর আগেও জিৎ এই ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। প্রতিবাদ করেছেন। যদিও রাস্তায় নামের প্রতিবাদ করতে তাকে দেখা যায়নি। যেদিন টলিউডের অন্যান্য নেমেছিলেন রাস্তায়, সেদিন জিৎ অনুপস্থিত ছিলেন। আর আজও তিনি শহরের বাইরে।

যদিও বা অভিনেতার ভক্ত সংখ্যা অনেক। কিন্তু তারপরেও রাস্তায় নেমে যে তিনি প্রতিবাদ করেনি এতে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। তারা অনেকেই বলেছেন, আপনি অনেক দেরিতে এলেন। আবার কেউ বললেন রাস্তায় নেমে প্রতিবাদটা করলে মনে হয় বেশি খুশি হতাম।

tollywood jeet RG Kar Medical College Entertainment News
Advertisment