Advertisment

'শেষ পাঁচবছরে জিদ্দার কোনও সুপারহিট ছবি নেই…', জিৎ-ভক্তদের কড়া কথা পরিচালকের

সকলের সঙ্গে পাল্লা দিতে পারছেন না জিৎ!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
jeet manush, director rana sarkar said jeet didnt have any superhit in last five years

জিৎ

গতকাল জিৎ এর জন্মদিন উপলক্ষে সারা বাংলা জুরে ভক্তদের চরম উন্মাদনা দেখা গিয়েছে। একেই রিলিজ করেছে মানুষ। অনেকদিন পর বড়পর্দায় ফিরেছেন তিনি। উত্তেজনা কমছে না ভক্তদের। কিন্তু…

Advertisment

সেভাবে হিট করেনি মানুষ। জিৎ এর এই ছবি নিয়ে হাইপ থাকলেও মানুষ হলমুখী হচ্ছে না। প্রিয় জিদ্দার জন্য তাঁরা এটুকু করতে পারছে না? এবার এক প্রযোজক জিদ্দার উদ্দেশ্যে যা বললেন, তাতে বাংলা ছবির প্রাথমিক অবস্থা পরিস্কার।

রানা সরকার জিৎ -এর প্রসঙ্গে এমন কিছু বলে বসেছেন যা অল্প হলেও সত্যি। কী এমন বলেছেন তিনি? সুপারস্টারের বাড়ির সামনে যা লোক, তাঁর একাংশ গেলে মানুষ ছবিটা হিট হত বলেই দাবি করেছেন তিনি। তিনি সকলের প্রিয় জিদ্দাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর সঙ্গেই বললেন…

"একটাই প্রশ্ন রয়েছে। যতজন ফ্যান রয়েছে জিৎদার, যারা তাঁর বাড়ির সামনে জড়ো হয়েছেন তারা কি জিদ্দার সিনেমা দেখতে হলে গিয়েছে? গেলে হয়তো, মানুষ সিনেমাটা এত ফ্লপ হত না।"

এখানে শেষ নয়। জিৎ-এর ফ্যানেদের কড়া কথা শোনালেন তিনি। বললেন… "এতে উনার কোনও দোষ নেই। বাড়ি গিয়ে জায়গা ভরাল, সিনেমাহলটা না ভরিয়ে। আমায় খিস্তি দেওয়ার হলে দাও। কিন্তু ভেবে দেখুন। জিৎ এর শেষ পাঁচবছরে একটা সিনেমাও হিট নেই। কিছু করুন। যেন পরের সিনেমাটা হিট করাতে পারেন।"

উল্লেখ্য, এই ছবিতে একজন সৎ পুলিশ অফিসারের চরিত্রে তিনি অভিনয় করেছেন। একসঙ্গে ছবি রিলিজ করেছে চারটি। কিন্তু, জিৎ এবারও ছক্কা হাঁকাতে পারেনি।

tollywood jeet Entertainment News
Advertisment