Jeet: অভিনেতা জিৎ বহুদিন হল কাজের কোনও আপডেট দিচ্ছেন না। সেই যে বুমেরাং রিলিজ করেছে গত বছরের মাঝে, তারপর আর সিলভার স্ক্রিন নিয়ে কোনো আপডেট দিতে তাঁকে দেখে যায়নি। এবছর আদৌ তিনি কোনও খবর দেবেন কিনা তা ক্রমশ প্রকাশ্য। কিন্তু, বর্তমানে তিনি ব্যস্ত পরিবার নিয়ে...
টলিপাড়ার সুপারস্টারকে অনেকদিন ধরেই তাঁর ভক্তরা কাজের আপডেট দিতে দেখছেন না। কারণ, এখন তিনি খাদানের ডায়লগ ধরেই ফ্যামেলি নিয়ে ব্যস্ত আছেন। ছেলের একবছরের জন্মদিনে ডেকেছিলেন টলিপাড়ার অনেককেই। এমনকি, নিজের জন্মদিনেও হাজির হয়েছিলেন বাড়ির বারান্দায়। এমনিতেও তাঁকে খুব একটা নিজের কাজের বাইরে অন্য অনুষ্ঠানে দেখা যায় না। কিন্তু, এবার তিনি আবার প্রশংসা কুড়োলেন।
পরিবারকে কী করে কাজের মাঝেও সময় দিতে হয়, একথা তিনি জানেন। জিৎ হিরোর বাইরে আদ্যোপান্ত ফ্যামেলি ম্যান। বন্ধুদের সঙ্গে না তাঁকে খুব একটা আড্ডা মারতে দেখা যায়। না দেখা যায়, খুব একটা সমাজ মাধ্যমে বন্ধুদের সঙ্গে ছবি আপলোড করতে। তবে, বছরের শুরুতেই অভিনেতা তীর্থ করছেন দেখে বেশ আনন্দে তাঁর ভক্তরা। কেউ কেউ তো তাঁকে সাধুবাদ জানালেন। কিন্তু এদেশে না...
জিৎ বহুদিন আগেই ঘুরতে গিয়েছেন। মেয়েকে নিয়ে মাঝে মধ্যেই ছবি শেয়ার করছেন তিনি। কিন্তু, আজ যে ছবি দেখালেন তাতে দেখা যাচ্ছে, বিদেশে ঘুরতে গিয়েও ঈশ্বরের দরবারে মাথা ঠুকতে ভুল হল না তাঁর। অভিনেতা সপরিবারে সেখানে শুধু গেলেন না বরং, ছবিও দেখালেন। মন্দির থেকে মসজিদ কোনোটাই বাদ গেল না। অভিনেতা গেলেন কোথায়?
মিডিল ইস্টের প্রথম ট্র্যাডিশনাল হিন্দু মন্দির, BAPS হিন্দু মন্দির গিয়েছিলেন তিনি। এই মন্দির উদ্বোধন করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খোদ। শুধু মন্দির না, বরং মসজিদেও ছেলে মেয়েকে নিয়ে গেলেন জিৎ। গ্র্যান্ড মস্ক আবু ধাবিতে দেখা গেল তাঁকে। অভিনেতা সেই ছবি শেয়ার করেই লিখলেন, "বিশ্বাসকে সম্মান করা এবং ঐক্যকে আলিঙ্গন করাই শ্রেয়।" জিতের এই বার্তায় তাঁর ভক্তরা কেউ বলছেন...
আপনি যেভাবে ধর্মকে প্রাধান্য দিলেন, তাতে করে প্রশংসা করতে হয়। আবার কেউ বললেন, আপনি বাবা হিসেবে নায়কের থেকেও বেশি ভাল। আবার কারওর কথায়, বাচ্চাদের যে ধর্ম নিয়ে এত ভাল শিক্ষা দিচ্ছেন, এতে করে আপনার একটা দারুন প্রশংসা পাওয়া উচিত। যদিও, অনেকে এই আফসোস জাহির করেছেন, যে বহুদিন হল, তাঁর কোনো ছবি কেন আসছে না। জলদিই যেন তিনি কাজের আপডেট দেন।