Jeet: অভিনয়ে আসার আগে কী করতেন জিৎ? টলি তারকার বড় রহস্য ফাঁস

Jeet Previous Life: এখন তিনি বাংলা সিনেমার 'বস'। মূল ধারারা বাণিজ্যিক ছবিতে আজও তাঁর অভিনয় দেখতে হলমুখী হয় অনুরাগীরা। মুক্তির অপেক্ষায় খাকি: দ্যা বেঙ্গল চ্যাপ্টার। ইন্ডাস্ট্রির এই সফল অভিনেতা অভিনয়ে আসার আগে কী করতেন? শুনলে হয়ত চমকে যেতে পারেন।

Jeet Previous Life: এখন তিনি বাংলা সিনেমার 'বস'। মূল ধারারা বাণিজ্যিক ছবিতে আজও তাঁর অভিনয় দেখতে হলমুখী হয় অনুরাগীরা। মুক্তির অপেক্ষায় খাকি: দ্যা বেঙ্গল চ্যাপ্টার। ইন্ডাস্ট্রির এই সফল অভিনেতা অভিনয়ে আসার আগে কী করতেন? শুনলে হয়ত চমকে যেতে পারেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
অভিনয়ে আসার আগে কী করতেন জিৎ?

অভিনয়ে আসার আগে কী করতেন জিৎ?

Jeet Bengali Actor: সালটা ছিল ২০০১। সেই বছর তেলুগু মুভিতে অভিনয়ের মাধ্যমে রূপোলি দুনিয়ায় আত্মপ্রকাশ। সেই সময় অবশ্য এত নাম-ডাক হয়নি। কিস্তিমাতের বছর ২০০২। সাথী-র হাত ধরে বাংলা সিনেমায় অভিষেক ঘটতেই রাতারাতি জনপ্রিয় হয়ে যান। তিনি নান আদার দ্যান আজকের টলি সুপারস্টার জিৎ। সাথী-তে অভিনয়ের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন।

Advertisment

কোয়েল টু শুভশ্রী, নুসরত থেকে শ্রাবন্তী ইন্ডাস্ট্রির সিংহভাগ নায়িকার সঙ্গেই জুটি বেঁধে সফল অভিনেতার তকমা পেয়েছেন জিৎ। জন্মদিনে অভিনেতার বাড়ির সামনে ভক্তদের ঢল দেখলে বোঝা যায় তিনি সত্যিই টলিউডের 'বস'। মুক্তির অপেক্ষায় জিৎ-র নতুন সিরিজ খাকি: দ্যা বেঙ্গল চ্যাপ্টার। কিন্তু, অভিনয়ে আসার আগে তিনি কী করতেন? নতুন সিরিজ মুক্তির আগে নিজেই জানালেন জিৎ। 

শুনলে অবাক হবেন, সুপারস্টার জিৎ ছিলেন একজন কেবল অপারেটর। অতীতের কথা বলতে গিয়ে বলেন, 'যখন কেবল টিভি এল, তখন স্যাটেলাইট ছিল না। ডিডি বাংলাই বাংলা সিনেমা দেখার একমাত্র মাধ্যম ছিল। সেই সময় কেবল অপারেটরের কাজ করতাম। আমি যে কেবল টিভি অপারেটর তখন লাগিয়েছিলাম আজ সেখানেই আজ আমার সিনেমা দেখানো হয়।'

Advertisment

খাকি: দ্যা বেঙ্গল চ্যাপ্টার মুক্তির আগে ৩৬ সেকেন্ডের একটি ভিডিওতে সাফল্যের জার্নি শেয়ার করলেন ইন্ডাস্ট্রির 'বস' জিৎ। এই মুহূর্তে তাঁর অনুগামীরা মুখিয়ে রয়েছে নতুনন সিরিজ দেখার জন্য।  জিৎ অভিনীত শেষ ছবি বুমেরাং। এই ছবিতে প্রথমবার জিৎ-এর সঙ্গে জুটি বেঁধেছিলেন দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র। 

সিরিয়াস চরিত্র থেকে কমেডি, অ্যাকশন হিরো সবেতেই ছক্কা হাঁকান জিৎ। ২০২০ থেকে ২০২২ পর্যন্ত বছরে একটি ছবিতেই কাজ করতেন জিৎ।  ২০২৩ সালে মুক্তি পেয়েছিল জিৎ অভিনীত দুটি ছবি চেঙ্গিজ ও মানুষ। ২০২৪-এ ও জিৎ ভক্তরা একটি ছবিই উপহার পেয়েছেন। এখন অপেক্ষা খাকি: দ্যা বেঙ্গল চ্যাপ্টার-এ পুলিশের ভূমিকায় কী কামাল দেখান জিৎ?

Bengali Film Industry Bengali Television Bengali Cinema Bengali Film Bengali Actor jeet