Jeet Son Birthday: ছেলের জন্মদিনে টলিউডকে এক করলেন জিৎ, এক ফ্রেমে বাঁধা পড়লেন সুন্দরীরা...

Jeet Tollywood: কিছুদিন আগেই ছেলেকে সকলের সঙ্গে পরিচয় করিয়েছিলেন তিনি। জিৎ তাঁর ছেলের জন্মদিনে এক করলেন গোটা টলিউডকে। রোনাভ আজ এক বছরের। একরত্তির বিশেষ দিনে এলেন কারা কারা?

Jeet Tollywood: কিছুদিন আগেই ছেলেকে সকলের সঙ্গে পরিচয় করিয়েছিলেন তিনি। জিৎ তাঁর ছেলের জন্মদিনে এক করলেন গোটা টলিউডকে। রোনাভ আজ এক বছরের। একরত্তির বিশেষ দিনে এলেন কারা কারা?

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
jeet son

Jeet son birthday: ছেলের জন্মদিনে জিৎ কী কী করলেন?

গতকাল শহরে বসেছিল চাঁদের হাট। না কোন বিজয়া বৈঠক বা কোন অন্য অনুষ্ঠান নয়। বরং, পারিবারিক এবং ঘরোয়া পরিবেশে ছেলের এক বছরের জন্মদিন পালন করলেন জিৎ।

Advertisment

মেয়ের থেকে ১১ বছরের ছোট ছেলে। প্রায় অনেক বছর পর আবার বাবা হওয়ার সুখ পেয়েছিলেন জিৎ। গতকাল ছেলের এক বছরের জন্মদিন উপলক্ষে কাছের মানুষদের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। ছেলে এবং বাবা সেজে ছিলেন একদম টুইনিং করে। দুজনের পরনে লাল রঙের পাঞ্জাবি। কপালে তিলক কাটা।

অন্যদিকে মা মোহনা সেজেছিলেন সোনালী রঙের শাড়িতে। কেক কেটে উদযাপন করলেন তার জন্মদিন। আর বাবার কোলে চেপে তার আনন্দের শেষ নেই। সঙ্গে অবশ্যই ছিলেন তার মা এবং তার দিদি। পরিবারের সকলকে একসঙ্গে নিয়ে যে ছেলের জন্মদিন উদযাপন করলেন।

Advertisment

অন্যদিকে আর এক পরিবারকেও তিনি ভুললেন না। ইন্ডাস্ট্রির অনেক মানুষকেই ডেকেছিলেন ছেলের জন্মদিনে। তাঁর কাছের মানুষ তথা ইন্ডাস্ট্রির সুন্দরীদের দেখা গেল ছেলে রোনাভের জন্মদিনে। সেই ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতার স্ত্রী মোহনার সঙ্গে এক ফ্রেমে কোয়েল, ঋতুপর্ণা এবং সুস্মিতা। যদিও, বেশিরভাগ এমনই বলছেন, যে কোয়েলের সঙ্গে জিতের ছবি নেই কেন?

উল্লেখ্য, এর আগেও টলিউডের নানা জন্মদিনের পার্টিতে দেখা গিয়েছে অনেককেই। আর এবার বাচ্চা পার্টির জন্মদিনে, যেভাবে জিৎ সকলকে এক করেছেন, তাঁর প্রশংসা না করলে নয়। আর যে যে ভিডিও দেখা গিয়েছে, তাতে আরও মন ভাল হয়ে গিয়েছে ভক্তদের।

প্রসঙ্গত, জিতের এই বছর বুমেরাং বেশ সফলতা পেয়েছে। রুক্মিণী মৈত্রকে নিয়ে নির্মিত তাঁর এই রোবোটিক ছবি মানুষের মনে ধরেছিল বেশ। আসন্ন সময়ে আরও অন্যরকম ছবিতে তাঁকে দেখা যেতে চলেছে।

tollywood jeet tollywood news