/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/jeet_238385.jpg)
Jeet- নেপথ্যে কী কারণ? জানালেন অভিনেতা
একজন মানুষ, সেও আবার পদবী ব্যবহার করেন না। এমন মানুষের মধ্যে অন্যতম হলেন জিৎ। তিনি বাংলা তারকার সুপারস্টার। এই পরিচয়ই তাঁর জন্য কাফি। তবে...
অভিনেতা কেন নিজের নামের পদবী ব্যবহার করতে চান না? তাঁর পেছনে নিশ্চই কোনও কারণ রয়েছে। একসময় ঠিক করে বাংলা বলতে না পারা ছেলেটা বাংলা ইন্ডাস্ট্রিতে এমন জায়গা করে নেবে কেউ ভাবতে পেরেছিল? শুধু তাই নয়, নিজের ছবি নিজে ডাবিং করার স্বার্থে বাংলা নিউজপেপার পড়তে শুরু করেছিলেন তিনি। সেই মানুষটা বাংলার অন্যতম সুপারস্টার - একথা বলাই যায়। তবে...
নিজের আসল নাম জিতেন্দ্র মদনানী ছেড়ে দিয়ে কেন, জিৎ নামেই প্রসিদ্ধ তিনি? অবশেষে এতবছর পর এই প্রশ্নের জিৎ উত্তর দিয়েছেন। তাঁর কথায়, তিনি জিততে এসেছিলেন। টাকা পয়সা অন্যকিছু না, বরং মন জিততে এসেছিলেন। উত্তরে বললেন...
"স্কুলে আমার নাম ছিল জিতেন্দ্র। বাড়িতে সকলেই আমায় জিতু বলে ডাকত। সিনেমা যখন করতে এলাম তখন আমার হয় জিৎ। আসলে, জিৎ অর্থ জয় করা। মানুষের মন জয় করতে চেয়েছিলাম... সেই কারণেই জিৎ।"
উল্লেখ্য, একের পর এক হিট ছবি দিয়েছেন তিনি। নানা জুটিতে সিলভার স্ক্রিন মাতিয়েছেন। সাথী দিয়ে শুরু, সামনেই বুমেরাং ছবি আসতে চলেছে সিলভার স্ক্রিনে। শুধু তাই নয়, কিছু মাস আগেই মানুষ রিলিজ করেছিল। সেই ছবিতেও তিনি এক সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন। আর এবার বাংলার প্রথম সাইফাই ছবির দায়িত্ব নিয়ে নিয়েছেন নিজের ঘাড়ে।