একতা কাপুরের হাত ধরে ডিজিটাল দুনিয়ায় জিতেন্দ্র

বারিস সিরিজে জিতেন্দ্রকে দেখা যাবে জিতুজি গান্ধির চরিত্রে। বর্ষীয়ান হিরে ব্যবসায়ী, যে কেবল হিরে চেনে না মানুষও চিনে নেয়।

বারিস সিরিজে জিতেন্দ্রকে দেখা যাবে জিতুজি গান্ধির চরিত্রে। বর্ষীয়ান হিরে ব্যবসায়ী, যে কেবল হিরে চেনে না মানুষও চিনে নেয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্র এবার তৈরি তাঁর প্রথম ডিজিটাল ডেবিউর জন্য, অল্ট বালাজি এবং জি ফাইভের সিরিজ বারিস-এর দ্বিতীয় সিজনে ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে। বারিস সিরিজে জিতেন্দ্রকে দেখা যাবে জিতুজি গান্ধির চরিত্রে। বর্ষীয়ান হিরে ব্যবসায়ী, যে কেবল হিরে চেনে না মানুষও চিনে নেয়।

Advertisment

৭৮ বছরের অভিনেতা ফিরছেন পর্দায়, এতেই উচ্ছ্বসিত ফ্যানেরা। ডিজিটাল ডেবিউ নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, ''মনে হচ্ছে বাড়িতে রয়েছি।''

''কাস্ট এবং ক্রিউ ভীষণ ভাল এবং তাদের আমার প্রতি অনুরাগ আমায় মু্গ্ধ করেছে। জিতুজির মতো চরিত্র করতে পেরে আনন্দিত। চরিত্রটার সঙ্গে নিজেকে মেলাতে পেরেছি।''

Advertisment

আরও পড়ুন, মা হলেন কোয়েল, সকাল সকাল এল সুখবর

অভিনেতা আরও বলেন, চরিত্রের বিভিন্ন শেড দেখতে পাবেন দর্শকরা, যারা অনুজ ও গৌরবীকে একসঙ্গে করার চেষ্টা করেছেন। এবারের শো থেকেও তারা আনন্দ পাবেন।

বারিস সিরিজে দেখা যাবে প্রিয়া বন্দ্যোপাধ্যায়, বিক্রম সিং চৌহান, অভিষেক বর্মা, অনুজ দৌহান, শুভাঙ্গী লাতকর, বেনাফ প্যাটেল ও সাহিল শ্রফকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

ekta kapoor