scorecardresearch

ইদে জিৎ-সলমনের জোর যুদ্ধ! বলিউডের ‘ভাই’কে টেক্কা দেবেন টলিউডের-জান ‘চেঙ্গিজ’

বাংলা সিনেমার ইতিহাসে নয়া রেকর্ড গড়তে চলেছেন ‘সুপারস্টার’ জিৎ।

Jeet, tollywood superstar Jeet, Chengiz, Chengiz release, Salman Khan,Salman Khan eid release, Kisi ka bhai Ki jaan, Chengiz Hindi, Boxoffice report, tollywood news, bollywood news, জিৎ, টলিউড সুপারস্টার জিৎ, সলমন খান, চেঙ্গিজ, চেঙ্গিজ রিলিজ, কিসি কা ভাই কিসি কি জান, সলমন খান ইদ রিলিজ, ইদ ২০২৩, বলিউডের খবর, টলিউডের খবর, বক্সঅফিস রিপোর্ট
ইদের বক্সঅফিস রমরমা! সলমন খানের সঙ্গে জোর টক্কর জিতের

বলিউড ভাইজানের পথে হেঁটেই প্রতিবার ইদে সিনেমা রিলিজ করেন টলিউড সুপারস্টার জিৎ। তবে এবার কিনা সলমন খানের সঙ্গেই বক্সঅফিস যুদ্ধে নামলেন অভিনেতা! শুধু তাই নয়, এবার বাংলা সিনেমার ইতিহাসে নয়া রেকর্ডও করতে চলেছেন জিৎ। কীরকম?

আগামী ইদে, ২১ এপ্রিল যেদিন জিৎ অভিনীত ‘চেঙ্গিজ’ মুক্তি পাচ্ছে, সেদিনই আবার সলমন খানের বহু প্রতীক্ষিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ রিলিজ করতে চলেছে। তবে জব্বর খবর হল- জিতের ‘চেঙ্গিজ’ বাংলার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাচ্ছে। নীরজ পাণ্ডের গল্প অবলম্বনে এই সিনেমার হাত ধরেই এবার হিন্দি সিনেদুনিয়ায় বাংলার জিৎ। নিঃসন্দেহে টলিউডের জন্য বড় খবর। অতঃপর বক্সঅফিসে যে সলমনের মুখোমুখি হয়ে জোর টক্কর হতে চলেছে টলিপাড়ার সুপারস্টারের, তা বলাই বাহুল্য।

মঙ্গলবারই মুম্বইয়ের সিনে বাণিজ্য বিশ্লেষক জিতের ‘চেঙ্গিজ’ পোস্টার পোস্ট করে জানান দিয়েছেন যে, এইপ্রথম কোনও বাংলা ছবি, যা একই দিনে হিন্দি ভাষাতেও মুক্তি পেতে চলেছে। জিতের ‘চেঙ্গিজ’ লুকেও বাজিমাত! ১৯৭০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত কলকাতার অন্ধকার জগতের কারচুপি নিয়ে এই সিনেমার গল্প। যেখানে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যও রয়েছে। অন্যদিকে, সলমনের সিনেমাতেও তাই। অতঃপর বক্সঅফিসে যে জোর টক্কর হচ্ছে, তা আন্দাজ করে বলাই যায়।

[আরও পড়ুন: ED-কাণ্ডের জের! বক্সঅফিসে ‘সুপারফ্লপ’ ‘Leading Hero’ বনির ‘আর্চির গ্যালারি’]

জিতের বিপরীতে এই ছবির নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়। রয়েছেন শতাফ ফিগার, রোহিত বোস রায়ও। অন্যদিকে, সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর নায়িকা পূজা হেগড়ে। হিন্দি ভাষার ‘চেঙ্গিজ’ কি পারবে সলমন খানের ওপেনিং রেকর্ড ভাঙতে? সেই প্রশ্নই এখন জিৎ-অনুরাগীদের মনে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Jeets chengiz to release on eid 2023 with salman khans kisi ka bhai ki jaan