Christmas Song: ১২ বছরেই গান বানিয়ে বাজিমাত জিতের মেয়ে এবং ভাইজির, কী অনুভূতি দুই খুদের?

Jeet's Daughter and niece song: খুদে দুইয়ের এই নতুন শুরু উদযাপন না করলেই নয়। নবণ্যা এবং ক্রিশা, এই দুইয়ে মিলে বছর শেষে বেশ সুন্দর একটি গান গেয়ে ফেলেছেন।

Jeet's Daughter and niece song: খুদে দুইয়ের এই নতুন শুরু উদযাপন না করলেই নয়। নবণ্যা এবং ক্রিশা, এই দুইয়ে মিলে বছর শেষে বেশ সুন্দর একটি গান গেয়ে ফেলেছেন।

author-image
Anurupa Chakraborty
New Update
krinav - jeet's daughter and niece

দুই খুদেতে মিলে নতুন শুরু, যা বললেন জিৎ... Photograph: (ফাইল চিত্র )

এতদিন পর্দা মাতিয়েছেন, জিৎ। এবার তাঁর মিনি ভার্সন নাকি প্রস্তুত নিজের ডেবিউ করতে। জিতের মেয়ে এখন যথেষ্ট বড়। আর সে এবং তাঁর দিদি নিজেরা গান পর্যন্ত লিখে ফেলেছেন। এমনকি, গেয়েও ফেলেছেন। আসন্ন বড়দিন, সেই উপলক্ষেই দুই খুদে জিৎ কন্যা এবং তাঁর দিদি দুইয়ে মিলে উপহার দিয়েছেন একটি গান।

Advertisment

খুদে দুইয়ের এই নতুন শুরু উদযাপন না করলেই নয়। নবণ্যা এবং ক্রিশা, এই দুইয়ে মিলে বছর শেষে বেশ সুন্দর একটি গান গেয়ে ফেলেছেন। বড়দিন মানেই বছর শেষের উৎসব। বাঙালি এইসময় ব্যস্ত থাকেন উৎসবে। পিকনিক থেকে কেক খাওয়া, সব মিলিয়ে একটা ছুটির আমেজ। আর নবন্যা এবং ক্রিশার এই গান যে আনন্দ দেবে সকলকে একথা অজানা নয়।

গানটার মধ্যে, রয়েছে ক্রিসমাস ভাইব এবং আধুনিক টুইস্ট এর একটি সংমিশ্রণ। দুই খুদের গান বেশ প্রশংসা কুড়িয়েছে ইতিমধ্যেই। এই প্রসঙ্গে জিৎ নিজের আনন্দ এবং উল্লাস ব্যাখ্যা করেই জানিয়েছেন... "আমাদের পুরো পরিবার এই অবিশ্বাস্য প্রতিভা আবিষ্কার করেছে ওদের দুজনের। এবং সকলে খুন আনন্দিত এবং গর্বিত। আমরা অত্যন্ত সারপ্রাইজ হয়েছি। দুটো বাচ্চার যে গানের প্রতি এত আবেগ এবং ভালবাসা, সেটা ওরা ভাগ করে নিয়েছে। সবটা ওরা নিজেরাই করেছে। গান লেখা থেকে সুর করা।"

Advertisment

বাংলার সুপারস্টার জানিয়েছেন, যেহেতু এটা উৎসবের মরশুম তাই ক্রিসমাস ইভ দিয়েই তাঁরা এই জার্নি শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। আর ঐদিকে দুই খুদে? তাঁদের এই নতুন শুরু নিয়ে কী বক্তব্য? ওহ! তাঁদের জুটির নাম কিন্তু কৃনাভ। নিজেদের হ্যাশট্যাগ নিজেরাই দিয়েছে তাঁরা। দুই খুদের দাবি...

"আমরা দুজনেই ১২ বছরের। এবং দুজনেই নাচ গানের প্রতি দারুণ আগ্রহী। আমাদের এসবে খুব ঝোঁক। গান রচনা করতে পছন্দ করি। যেহেতু ক্রিসমাস আসছে। আমরা এই অনুপ্রেরণায় একটি গান লিখেছি। আমাদের অনুপ্রেরণা টেইলর সুইফট, এবং অলিভিয়া রদ্রিগো। পরিণত এবং আমাদের বাবা মায়ের সহযোগীতায় প্রথম ট্র্যাক প্রকাশ করেছি আমরা।" তবে, একথা অস্বীকার করার নয় যে তাঁদের কন্ঠস্বর বড়দিনের আমেজে নতুন কিছু অনুভূতি দেবে।

tollywood jeet tollywood news