বলিউড ভাইজানের পথে হেঁটেই প্রতিবার ইদে সিনেমা রিলিজ করেন জিৎ মদনানি। এবারও তার অন্যথা হয়নি। একদিকে যখন বিগ বাজেট সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' কোণঠাসা করেছে বাংলা সিনেমাকে, তখন টলিউডের বক্সঅফিসের খেলা ঘোরালেন জিৎ। ইদেই খুলল অভিনেতার কপাল। দিন তিনেকের মধ্যেই ১ কোটির ওপর ব্যবসা করে ফেলেছে 'চেঙ্গিজ'।
রিলিজের প্রথম দিন সেভাবে ব্যবসা না করতে পারায়, অনেকের কপালেই সিনেমার ব্যবসা নিয়ে আশঙ্কার ভাঁজ পড়েছিল। তবে দ্বিতীয় দিনে কেল্লাফতেহ করে দেখাল 'চেঙ্গিজ'। রিলিজের পয়লা দিনে জিৎ অনুরাগীরা প্রেক্ষাগৃহে ভিড় জমালেও আশানুরূপ ফল করতে পারেনি বক্সঅফিসে। তবে প্রথম সপ্তাহান্তের হিসেবে কোটির ক্লাবে ঢুকে পড়েছে জিতের ছবি।
<আরও পড়ুন: ‘ধোনি তো একজন…’, KKR-কে সাপোর্ট ঋতাভরীর, হলুদ ঝড়ে চরম ট্রোল অভিনেত্রী!>
উল্লেখ্য, বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও রিলিজ করেছে 'চেঙ্গিজ'। সেই প্রেক্ষিতে বক্সঅফিসের হিসেব বলছে, প্রথমদিন 'চেঙ্গিজ' আয় করেছে মোটে ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা। দ্বিতীয় দিনে সেই হিসেব বেড়ে দাঁড়িয়েছে ৯৫ লক্ষ টাকায়। যার মধ্যে হিন্দি বলয় থেকে আয় হয়েছে ৩৫ লক্ষ টাকা ও বাংলা ছবির কালেকশন ৬০ লক্ষ টাকা। যা কিনা প্রথমদিনের তুলনায় একলাফে বেড়েছে ১৭০ শতাংশতে। সবমিলিয়ে 'চেঙ্গিজ'-এর মোট আয় ১ কোটি ৩০ লক্ষ টাকা। যে বক্সঅফিস কালেকশনে আসার আলো দেখছে টলিপাড়ার সিনেবিশেষজ্ঞরা।
অন্যদিকে, ৩ দিনেই সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' বিশ্বজুড়ে ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে। আর ভারতে ৬৮ কোটি টাকা আয় করেছে।