Advertisment
Presenting Partner
Desktop GIF

Jeet's Son and Daughter: দিদির চশমা ধরে টানাটানি জিৎ পুত্রর, ১ বছরের রোনাভের দুষ্টুমির তাণ্ডবে নাজেহাল মেয়ে নবন্যা...

Jeet's son Ronav and Daughter Navanya: দিদি যখন এতটা বড়, ভাইয়ের নানা অত্যাচার সহ্য করতেই হবে। এই মিষ্টি আদর থেকে রেহাই পাওয়া বড্ড মুশকিল। ছোট্ট ভাই যা কান্ড করে দিদির সঙ্গে।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
jeet son and daughter

Jeet's Children: জিতের দুই সন্তানের মিষ্টি খুনসুটি ভাইরাল...

জিৎ তাঁর ছেলে রোনাভের একবছরের জন্মদিন পালন করেছেন কিছুদিন আগেই। সেখানে উপস্থিত ছিলেন টলিউডের অনেক তারকারাই। মেয়ের ১১ বছর পর আবারও একবার বাবা হন তিনি।

Advertisment

ছেলের জন্মদিনে বেশিরভাগ সময় তাঁকে নিজের কোলেই রেখেছিলেন জিৎ। রোনাভ দেখতে একদম বাবার মতো। যেখানে, মেয়ে নবন্যা একদম মায়ের মতো দেখতে। দুই ভাই বোনের মধ্যে বয়সের অনেকটা ফারাক। তাই যেমন ভাব ভালবাসা তেমনই খুনসুটি। ভাইরাল হয়েছে বেশ কয়েকটি ভিডিও।

দিদি যখন এতটা বড়, ভাইয়ের নানা অত্যাচার সহ্য করতেই হবে। এই মিষ্টি আদর থেকে রেহাই পাওয়া বড্ড মুশকিল। ছোট্ট ভাই যা কান্ড করে দিদির সঙ্গে। হাসিমুখে ভাইয়ের আদর - দুষ্টুমি সবটাই সহ্য করে সে। যে ভিডিওগুলি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে...

দিদির মাথা ধরে শুয়ে পড়েছে সে। তাঁর গাল ধরে চটকে শেষ করে দিচ্ছে রোনাভ। কখনও কপালে চুমুও খাচ্ছে। আবার হেসে হেসে দিদির প্রতিক্রিয়াও দেখছে। নবণ্যা নিজেও ভাইয়ের আদর খেতে ব্যস্ত। সঙ্গে সঙ্গে যে আরেকটি ভিডিও দেখা যাচ্ছে সেখানে ছোট্ট ভাইয়ের দুষ্টুমির চোটে নাজেহাল জিৎ কন্যা।

দিদি নবন্যার সঙ্গে খুনসুটি ছোট্ট জিতু রোনাভের। 🥰❤️ #jeet

Posted by Jeetz Creation on Monday, November 4, 2024

যা পারছে রোনাভ সেটাই টান মেরে দেখছে। দিদির চশমাও বাদ গেল না। ছোট বাচ্চাদের যে কারওর চশমার প্রতি খুব ঝোঁক। জিতের একবছরের পুঁচকে তাঁর ব্যতিক্রম না। দিদিকে চশমা পরতে দেখেই দে টান! বারবার দিদি চশমা পড়ার চেষ্টা, আর রোনাভ সেই চেষ্টায় জল ফেলে দিয়ে চোখ থেকে সেটা খুলে নেওয়ার প্রচেষ্টা। কিন্তু...

যেই দিদি তাঁকে ধরেছে, ওমনি তাঁর কান্না শুরু। একটা সময় সে তাঁর ভাইকে জাপটে ধরে যেই আদর শুরু করেছে তখনই তাঁর ফুঁপিয়ে কান্না। আসলে দিদির থেকে নিজেকে ছাড়ানোর উপায় আরকি। ভাইয়ের দুষ্টুমিতে বেশ মজাও পেয়েছে সে। তাঁকে বলতে শোনা গেল, কেন করছিস? হ্যাঁ? কিন্তু দিদি ছেড়ে দিতেই আবার যে কে সেই। তখন নিজে থেকেই দিদির ওপর চাপতে ব্যস্ত সে।

জিৎ ভক্তরা বেশ পছন্দ করেছেন এই মিষ্টি ভিডিও। তাঁদের বলতে শোনা গেল, ভাইবোনের এই খুনসুটি তো রয়ে যাবে। আবার কেউ বললেন, কী যে ভাল লাগছে ভাইবোনকে এভাবে দেখতে।

 

Tollywood Actress jeet tollywood tollywood news
Advertisment