/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/jeetu.jpg)
নবনীতার চিন্তায় মগ্ন জিতু!
ইন্ডাস্ট্রিতে বিয়ে ভাঙার অন্ত নেই। এবার, সেই তালিকায় নাম লেখালেন নবনীতা এবং জিতু কামাল! বিয়ে ভাঙছে তাঁদের! কারণ? খোলাখুলি কিছুই জানাননি অভিনেত্রী।
তবে, সোশ্যাল মিডিয়ায় তাঁর ফেসবুক পোস্ট বলে দিচ্ছে সম্পর্কে ইতি টানছেন তাঁরা। দীর্ঘ এতবছর একসঙ্গে রয়েছেন। প্রেমের সম্পর্ক তারপর গাঁটছড়া বেঁধেছিলেন। বয়সের অনেকটাই ফারাক, তারপরেও বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুজনে। কিন্তু, শেষরক্ষা হল না। সম্পর্কের ভাঙ্গনের কথা শোনালেন নিজেই। লিখলেন...
"টেবিলে আর দুটো করে প্লেট থাকবেনা… একজনের জন্য বানানো গ্রিন টি আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবেনা…তোয়ালে শেয়ার হবেনা, সান স্ক্রিন ভাগাভাগি হবেনা….কিছুই আর একসাথে হবেনা…তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো, গ্যাস বুকিং থেকে মেডিক্লেম পে সবটাই শিখিয়ে দিয়েছো..লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিলো..তাও নিজে একটু চেষ্টা করলাম। তবুও এটাই শ্রেয়, কারণ আমরা দুজন দুজনের সাথে ভালো নেই…..প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক…ভালো থাকো জিতু কামাল।"
আরও পড়ুন < অভিনয়-দেশসেবা এখন অতীত, জীবন গোছাতে এবার নতুন কাজের সন্ধান করছেন সোনু সুদ! >
সবকিছুই হাতে ধরে শিখিয়েছে জিতু। নানা অনুষ্ঠান থেকে প্রমোশন সর্বত্রই একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। আইডিয়াল দম্পতি হিসেবেও তাঁদের অনেকেই পছন্দ করতেন। চটজলদি বিয়ে, তারপর থেকে পেরিয়েছেন অনেক চড়াই উৎরাই। শেষ কিছুদিন, দুজনের মধ্যে টানাপোড়েন। কানাঘুষো খবর আসছিল, জিতু একাই সব জায়গায় যাচ্ছেন। যদিও, বিবাহ বিচ্ছেদের কী কারণ তার কারণ আজও অস্পষ্ট।
আরও পড়ুন < মধ্যরাতে শুভশ্রী-শ্রাবন্তীর জগন্নাথ দর্শন, দুঃখে-শোকে শেষ মৌনী রায়! বললেন… >
দুদিন আগেই ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেছিলেন তিনি। "শ্রদ্ধা আর ভালবাসা নিউটনের সূত্র মেনেই চলে। আর বাকিটা নাই বা বললাম।" ব্যাক্তিগত জীবনে একটু একটু করে আলগা অনুভব করছিলেন দুজনেই। একদিকে জীতুর সিনেমার কেরিয়ার, অন্যদিকে নবনীতার টেলিভিশনের কেরিয়ার...দূরত্ব বাড়তে বাড়তে এক সম্পর্কের ইতি।
দীর্ঘ অনেকসময়ের পর ইন্ডাস্ট্রিতে নাম পেয়েছিলেন তিনি। অপরাজিত ছবির পর, তাঁকে অভিনেতা হিসেবে মানতে শুরু করেছিলেন অনেকেই। একের পর এক ছবির অফার পাচ্ছেন। ঋতাভরী থেকে শ্রাবন্তী, দূরদেশে শুটিং করতে যাচ্ছেন তিনি। তবে, এবার থেকে একাই যেতে হবে ফ্লোরে, এইকথা প্রকাশ্যে জানালেন তিনি।