Advertisment
Presenting Partner
Desktop GIF

Jeetu Kamal - Srabanti: 'তোমার পাশে অন্য কাউকে...', জিতু-নবনীতার বিচ্ছেদের জন্য দায়ী করা হয় শ্রাবন্তিকে, অভিনেতা যা বললেন...

Jeetu Kamal - Srabanti: শ্রাবন্তীর সঙ্গে বিদেশে শুটিং করতে গিয়েছিলেন জিতু। গতবছর ঠিক সেইসময় তাঁর প্রাক্তন স্ত্রী নবনীতা একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেন যে বিবাহ বিচ্ছেদ হচ্ছে তাঁদের। তখন…

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
jeetu srabanti

Jeetu-Srabanti: যা বললেন জিতু...

জিতু কমল, সম্প্রতি নিজের নানা নতুন প্রজেক্টের ঘোষণা করেন। যার মধ্যে দুটি রয়েছে শ্রাবন্তীর সঙ্গে। কিছুদিন আগেও যাকে ঘিরে নানা সমালোচনার শিকার হয়েছিলেন জিতু। অভিনেতাকে দেখা গেল এবার তাঁর সঙ্গেই...

Advertisment

শ্রাবন্তীর সঙ্গে বিদেশে শুটিং করতে গিয়েছিলেন জিতু। গতবছর ঠিক সেইসময় তাঁর প্রাক্তন স্ত্রী নবনীতা একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেন যে বিবাহ বিচ্ছেদ হচ্ছে তাঁদের। তখন শ্রাবন্তীর সঙ্গে মাঝে মধ্যে মজাদার রিল পর্যন্ত শেয়ার করতেন। অনেকেই ধরে নিয়েছিলেন তাঁদের বিচ্ছেদের নেপথ্যে হয়তো বা শ্রাবন্তী নিজেই। মানুষ তাঁকে নিয়ে কটু কথা বলতেও শুরু করেছিলেন।

যদিও সেই সময় নবনীতা একটি ভিডিও কলের মাধ্যমে জানিয়ে দেন শ্রাবন্তী এই ঘটনার সঙ্গে যুক্ত না। তাঁর কারণে কিছুই হয়নি। একজন ইন্ডাস্ট্রির নির্দোষ মানুষকে টেনে কোনরকম সমস্যা যাতে না হয়, সেই বিষয়েই বারবার সতর্ক করেছিলেন নবনীতা। জিতু এবং শ্রাবন্তীর বন্ধুত্বকে অনেকেই বাঁকা চোখে দেখিয়েছিলেন। তাঁর কারণ শ্রাবন্তী নিজেও বেশিরভাগ সময় রোষানলে থাকেন। বার বার নতুন সম্পর্ক এবং সেটা ভেঙে যাওয়ার কারণে তাঁকে অনেক কথা শুনতে হয়।

তবে এবার জিতু জানিয়ে দিয়েছেন যে যাই বলুক, শ্রাবন্তী আসলে কেমন মানুষ। তাঁর কথায় তিনি সাফ বললেন শ্রাবন্তী কেমন মনের মানুষ। অভিনেতা এসকে মুভিজের বিশেষ অনুষ্ঠানের দিন একসঙ্গে কয়েকটা ছবি তুললেন শ্রাবন্তীর সঙ্গে। তিনি লিখলেন...

"গুজব কোনোদিন আমায় ইফেক্ট করে না, কিন্তু শ্রাবন্তী একজন ভীষণ ভাল মনের মানুষ।" অন্যদিকে, জিতুর এই পোস্টে অনেক ভালবাসা জানিয়েছেন শ্রাবন্তী। কিন্তু, সমাজ মাধ্যমে ছবি পোস্ট করেছেন, আর নেতিবাচক মন্তব্য শুনবেন না এও আবার হয়? যথারীতি কিছু, নেতিবাচক কর্মকান্ড চোখে পড়ল।

একজন বললেন, "তোমার পাশে অন্য কাউকে দেখলে রাগ হয়।" আবার কেউ বললেন, হ্যাঁ, গুলি মারো! যে যাই বলুক। উল্লেখ্য, আপনজন, আমি আমার মত, এবং বাবু সোনা তিনটি ছবির ঘোষণা করেছেন জিতু। অপরাজিত ছবিতে সত্যজিতের ভূমিকা পালন করার পর থেকে জিতুকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

Srabanti Chatterjee tollywood news tollywood Jeetu Kamal Tollywood Actress
Advertisment