/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/jeetu.jpg)
বিয়ে করছেন জিতু কামাল? ছবি/ instagram
Jeetu Kamal Relationship: জিতু কামাল নাকি বিয়ে করছেন? অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করলেন, যে চোখ কপালে সকলের। কী এমন লিখলেন জিতু?
টলিউডে এখন বিয়ের মরশুম, ফলে বিয়ে করা কোনও তারকার পক্ষেই নতুন নয়। গতবছর শুরুর দিকেই নবনীতা জানিয়েছিলেন, আলাদা হচ্ছেন তারা। জিতু প্রথমে আমল না দিলেও, পরে তারা রাস্তা আলাদা করে নেন। এমনকি, নভেম্বর মাসে তাঁদের আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে, আজ তিনি যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন...
জিতু কামাল তাঁর সঙ্গীর খবর দিয়েছেন নিজের পোস্টে। মার্চ মাসে নাকি বিয়ে করছেন। প্রাইভেসি বজায় রাখতে চান? কী লিখলেন তিনি?
জিতুর কথায়, আপনারা অনেকদিন ধরে অনেক প্রশ্নই জিজ্ঞেস করছেন। আমার সম্পর্ক নিয়ে নানা কৌতূহল আপনাদের। আজ ভাবলাম বলেই দি সবটা। প্রথমত, আমি আমার সম্পর্কের কথা লুকাচ্ছি না। আমি মনে করি না, এটা কারওর নিজস্ব বিষয় হতে পারে। আমি শুধু আমার সঙ্গীর ব্যাক্তিগত জীবনটা ভাল রাখতে চাই। এখানেই শেষ না, তিনি আরও লিখলেন...
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/j1.jpg)
একথা সত্যি যে আমরা আমাদের কিছু বন্ধুর কাছে আমন্ত্রণ জানিয়েছি। ২৫শে মার্চ আমরা বিয়ে করছি। হঠাৎ করেই সবটা ঘটেছে। আমার পরিবার খুশি, তাই আমিও। কিন্তু... সবশেষে তিনি যা লিখলেন, তাতে চমকে যেতে হয়। এতকথা বলার পর তিনি হাটে হাঁড়ি ভাঙলেন। বললেন...
আমি এই পোস্টটা একজনের থেকে চুরি করলাম। বোর হচ্ছিলাম তাই শেয়ার করলাম। যত উত্তেজনায় তিনি জল ঢেলে দিলেন, নাকি ইঙ্গিত তবে এদিকেই! সামনের দিনে কি নতুন সম্পর্কে জুড়তে চলেছেন? সে তো সময়ই বলবে। তবে, আপাতত যে না সেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন জিতু।