Jeetu Kamal, Honeymoon, Jamai Sasthi: শুটিং শিডিউল সামলে বাংলা বিনোদন জগৎ কিন্তু জামাই ষষ্ঠী পালন করতে বেশ ভালবাসে। যাঁদের শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠীর আচার পালন করার নিয়ম রয়েছে, তাঁরা কিন্তু এই মিষ্টি রীতিটি একেবারেই মিস করেন না, বিশেষ করে বিয়ের প্রথম বছর। এবছর সদ্য়বিবাহিতদের তালিকায় প্রথমেই রয়েছেন জিতু কমল ও নবনীতা দাস। দুই পরিবারই ওদেশীয় (জিতুর কথায়) এবং ওদেশীয়দের মধ্য়ে এই আচারটি খুব আড়ম্বরের সঙ্গে পালন করার চল রয়েছে। কিন্তু তার পরেও বিয়ের পরের প্রথম জামাই ষষ্ঠীটা মিস হয়ে গেল দুজনের।
গত ৬ মে বিয়ে করেছেন বাংলা টেলিভিশনের এই দুই জনপ্রিয় তারকা। শুটিংয়ের ফাঁকেই দুজনকে বিয়ের প্রস্তুতি নিতে হয়েছে। জিতুর ক্ষেত্রে আবার আয়োজনের চাপটা ছিল একটু বেশিই। ৮ মে রিসেপশনের ভোজের আয়োজনের অনেকটাই তাঁকে একা ম্যানেজ করতে হয়েছে। অনুষ্ঠান মিটে যেতেই জিতু ব্যস্ত হয়ে পড়েন ছবির শুটিং নিয়ে আর নবনীতা তাঁর ধারাবাহিকের শুটিং শিডিউল নিয়ে। তাই বউভাতের পরেই হনিমুনে যাওয়া হয়নি।
আরও পড়ুন: সৌমিত্র জানেই না জামাই ষষ্ঠীতে ঠিক কী হয়: অঙ্কিতা
গত ৪ জুন বেরিয়ে পড়েন দুজনে হিমাচল প্রদেশের উদ্দেশ্য়ে। তাই এবছরটা মিস হয়ে গেল জামাই ষষ্ঠী। কুলু, মানালি, রোটাং পাস, সোলাং ভ্য়ালি, কসৌল, মণিকরণ, হিমাচলের সবচেয়ে বিখ্য়াত জায়গাগুলি রয়েছে ভ্রমণতালিকায়। ছবি তুলছেন, ভিডিও তুলছেন, তার মধ্য়ে কয়েকটি সোশাল মিডিয়ায় শেয়ারও করছেন দুজনে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয় জিতুকে যে হিমাচলে হনিমুনে গিয়ে নবনীতা খুশি তো? জিতু বলেন, ''হ্য়াঁ, তা একটু।'' এখনও বেশ কিছু জায়গা ঘোরা বাকি। অভিনেতা জানালেন আগামী ১০ জুন কলকাতা ফিরছেন তাঁরা। তার পরে অবশ্য শ্বশুরবাড়িতে ভোজটা হতেই পারে। আর সত্য়ি বলতে কী, জামাইকে যত্ন করে খাওয়াতে তো আর শুধুমাত্র একটা তিথির প্রয়োজন নেই। ইচ্ছা ও উপায় থাকলেই হয়।