Jeetu Kamal: বাড়ছে ভুল বোঝাবুঝি? কথাও বন্ধ? বিতর্কের আঁচ পেতেই দিতিপ্রিয়াকে নিয়ে সোজাসাপ্টা জিতু..

Jeetu on ditipriya: জল অনেকদূর গড়িয়েছে। ফ্লোরের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, দিতিপ্রিয়া নাকি এই ঘটনা ভাল চোখে নেননি। এবং বর্তমানে তিনি নাকি জিতুর থেকে দূরত্ব বজায় রেখেছেন। এতটাই যে, শট শেষ হলে মায়ের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী...

Jeetu on ditipriya: জল অনেকদূর গড়িয়েছে। ফ্লোরের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, দিতিপ্রিয়া নাকি এই ঘটনা ভাল চোখে নেননি। এবং বর্তমানে তিনি নাকি জিতুর থেকে দূরত্ব বজায় রেখেছেন। এতটাই যে, শট শেষ হলে মায়ের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
jeetu

যা শোনালেন জিতু...

জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়, বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুটিং ফ্লোরে, অনেক ধরনের ঘটনা ঘটে। এবং কানাঘুষো শোনা যাচ্ছিল, জিতুর ওপর নাকি বেজায় চটেছেন  দিতি। এবং, কারণ? তাঁদের চর্চিত ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার নিয়ে নানা আলোচনা। সেখানে এক অসমবয়সী প্রেম দেখানো হয়েছে। এবং কিছুদিন আগেই অভিনেতাকে একটি পোস্ট করতে দেখা যায়। যেখানে দেখা গিয়েছিল, শুটিংয়ের প্রয়োজনেই একটি অন্তরঙ্গ দৃশ্যে তিনি তাঁকে জড়িয়ে রয়েছেন। এবং সেই ছবির ক্যাপশনে বেশ রোমান্টিক এক ক্যাপশনে লিখেছিলেন।

Advertisment

তারপর? জল অনেকদূর গড়িয়েছে। ফ্লোরের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, দিতিপ্রিয়া নাকি এই ঘটনা ভাল চোখে নেননি। এবং বর্তমানে তিনি নাকি জিতুর থেকে দূরত্ব বজায় রেখেছেন। এতটাই যে, শট শেষ হলে মায়ের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। কেবল, প্রেমের একটি ক্যাপশন দেখেই এতটা রেগে গেলেন অভিনেত্রী? সত্যিই কি জিতুর এই পোস্ট থেকেই এত সমস্যা? জিতু সোজাসুজি এই বিষয়ে মুখ খুলেছেন। একটি লাইভ ভিডিওর মাধ্যমেই জানিয়েছেন, কোন ঘটনা সত্যি আর কোন ঘটনা মিথ্যে। তিনি বলেন...

Advertisment

"আমি সাধারণত, খুব একটা পোস্ট করি না। বা, এমন কিছু লিখি না, বা শেয়ার করি না যাতে বিতর্ক হয়। এই কারণে অনেকের আমার প্রতি অভিযোগ পর্যন্ত আছে। কিন্তু, শেষ কিছুদিন এমন কিছু চলছে এবং আলোচনা হচ্ছে, যে আমার না বলে উপায় নেই। জিনিসটা শুনতে এবং দেখতে ভাল লাগছে না। দিতিপ্রিয়া খুব উচুমানের শিল্পী। ওর সঙ্গে, আমার ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনাই নেই।"

আরও বললেন, "আমি ওর থেকে বয়সে অনেক বড়। এবং, ওর সঙ্গে কাজ করে আমিও খুব কমফোর্ট জোনে থাকি। আর একটা কথা, অপর্ণা চরিত্র তার আগেও একটা মানুষ। ২২ বছরের একটি শিক্ষিত মেয়ে। এ বিষয়টা থেকে আপনারা দয়া করে বেরিয়ে আসুন। আমি খুব পজেটিভ মানুষ, নেগেটিভিটি একদম পছন্দ করি না। ওর মুখটা না ছোট হয়ে যায় বিশ্বাস করুন। এগুলো একদম উচিত নয়। এই ধরনের গুণী শিল্পীদের, আমাদের আরো বেশি করে এগিয়ে দেওয়া উচিত। এবং এতটাই এগিয়ে দেওয়া উচিত, যেন তাঁরা নিজের কেরিয়ারে কিছু করতে পারে।"

জিতু চূড়ান্ত মহাদেবের বিশ্বাসী। শিব তার কাছে বন্ধুর মতো। তাকে ছুঁয়ে কোনদিন মিথ্যা কথা বলবেন না এমনটাই জানালেন অভিনেতা। তাঁকে বলতে শোনা গেল, "আমার সঙ্গে যখন ওর কথা হয়েছে আমি ওকে বারবার এটাই বুঝিয়েছি, ওর প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। আমি আমার মহাদেবকে ছুঁয়ে বলছি। এর থেকে বড় কথা আর হয় না। ও খুব গুণী, ওকে একলা ছেড়ে দিন।"

Jeetu Kamal Ditipriya Roy