/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/jeetu.jpg)
Jeetu- অবশেষে বিচ্ছেদ হল জিতুর?
জিতু কামাল ( Jeetu Kamal ) এখন চর্চার কেন্দ্রবিন্দু। তাঁর বিবাহ বিচ্ছেদ হোক কিংবা সিনেমাটিক অ্যাঙ্গেল, জিতু অভিনয় করছেন মানুষ ছবিতে। আবার পদাতিক ছবিতেও তাঁকে আবার দেখা যাবে সত্যজিতের ভূমিকায়। এরমধ্যেই নাকি এক নারীর চুমু পেলেন অভিনেতা!
গতবছরের মাঝের দিকেই হঠাৎ করে নবনীতার ( Jeetu and Nabanita divorce ) একটি পোস্ট, তারপরই টলিপাড়ার বেশ সুন্দর একটি সম্পর্ককে ভেঙে যেতে দেখলেন অনুরাগীরা। এতে, বেশ মন খারাপ হয় বেশিরভাগের। কিন্তু, এখন জীবন অনেকটাই স্বাভাবিক। নবনীতা নিজের কাজে ব্যাস্ত। জিতুও সিনেমার মধ্যে ভেসে রয়েছেন।
কানাঘুষো, খবর ছিল নবনীতা সম্পর্কে জড়িয়েছেন। যদিও, জিতুর প্রসঙ্গে এহেন কিছু শোনা যায়নি। বরং, অভিনেতা আজ এমন কিছু পোষ্ট করলেন যাতে অনেকেই হাসাহাসি করছেন। সম্পর্ক ভাঙার এতদিন পর, জিতুর গালে ছোঁয়া পড়ল অন্য এক নারীর। আর মনের খুশিতেই সেই চুমু গ্রহণ করলেন জিতু। ক্যাপশনে লিখলেন... "কপাল"।
আরও পড়ুন - Ranbir-Deepika: রণবীরের সঙ্গে প্রথম উষ্ণ মুহূর্ত! রোমহর্ষক দাবি করতেই মিথ্যেবাদী প্রমাণিত দীপিকা
মেয়েটির ঠোঁটে নিজের গাল ছুঁয়ে দিলেন জিতু নিজেই। আর এই কাণ্ডে কপালের নাম যে গোপাল, সেকথা প্রকাশ্যেই বললেন অনুরাগীরা। কেউ কেউ চরম হাসলেন। আবার কেউ বললেন, সত্যিই কপাল। কিন্তু এই মেয়ে আসলে কে? যার চুমুতে চোখ বন্ধ জিতুর?
অভিনেতার জীবনে কোনও অন্য নারীর আগমন ঘটেনি। বরং একটি ওয়াল পেইন্টিংয়ের সামনে দাঁড়িয়েই এই কান্ড ঘটিয়েছেন তিনি। দেয়ালে একটি নারীর ক্যানভাস। তাঁর ম্যাটি লাল ঠোঁটে আনন্দের সঙ্গে গাল ছুঁয়ে দিলেন জিতু।