Advertisment
Presenting Partner
Desktop GIF

নবনীতার শোকে মূহ্যমান, আবেগের বশে চুমুই খেয়ে বসলেন জিতু!

এ কী কাণ্ড করে বসলেন জিতু?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Jeetu kamal Nabanita das law divorce tollywood entertainment news

Jeetu- অবশেষে বিচ্ছেদ হল জিতুর?

নবীনতার সঙ্গে বিচ্ছেদ কি একদম উল্টে পাল্টে দিল জিতুকে? প্রাক্তন স্ত্রীয়ের শোকে যাকে পারছেন তাঁকে ধরে চুমু খাচ্ছেন তিনি? নিজের সমাজ মাধ্যমে যা ছবি তিনি পোস্ট করলেন অনুরাগীরা বলছেন...

Advertisment

আইনত বিচ্ছেদ তাঁদের হয়নি। জিতু এবং নবনীতা আলাদা থাকলেও তাঁদের মন কিন্তু একে অপরের প্রতি আটকে রয়েছে। অন্তত, জিতু তো তাঁর স্ত্রীর প্রসঙ্গে কিছু শুনতে নারাজ। নবনীতার সঙ্গে নাম জড়িয়েছে স্নেহালের। জিতুর সঙ্গে শ্রাবন্তীর প্রসঙ্গ উঠলেও সেই অভিযোগ নিজেই নস্যাৎ করেছেন নবনীতা। কিন্তু, বউয়ের শোকে এসব কী কাণ্ড? একদম জড়িয়ে চুমু পর্যন্ত খেয়ে নিলেন যে! কাকে?

কোনও নায়িকা নাকি বিশেষ বন্ধু? যদিও, যাকে জড়িয়ে ধরে চুমুটা খেয়েছেন, তিনি বিশেষ মানুষ ব্যতীত কিছু কম না। তাঁর সান্নিধ্যে একবার আসার জন্য কতশত অভিনেতাদের তপস্যা করতে হয়। তিনি আর কেউ নয়, বরং খোদ বলিউডের শাহেনশা। অমিতাভকে জড়িয়ে চুমু খেলেন জিতু। বিগ বিকে সামনে থেকে চুমু খাওয়ার সাহস হল তাঁর? না, সামনে থেকে নয়। বরং ছবিতে। দিওয়ার সিনেমার পোস্টারে ঠিক যেন নিজের ঈশ্বরকে চুমু খেলেন জিতু।

jeetu kamal, jeetu kamal, jeetu kamal news, nabanita das, jeetu kamal divorce, nabanita das, jeetu kamal kissed, জিতু-নবনীতা, জিতু-নবনীতার ডিভোর্স, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news<br />

সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই ছবি শেয়ার করেছেন তিনি। অভিনেতার অমিতাভ প্রেমে মুগ্ধ বাকিরা। তিনি অমিতাভ বচ্চন। তাঁকে ভাল না বাসলে চলে? যদিও, অভিনেতা এখন বেশিরভাগ সময়ই শুটিংয়ে ব্যস্ত। তাঁর দম ফেলার জো নেই। অভিনেতা একের পর এক ছবি সাইন করেছেন। তবে, শেষ কিছু মাসে তাঁকে নিয়ে বিতর্ক কম হয়নি। বিশেষ করে, অনেকেই দায়ী করেছিলেন জিতুর কেরিয়ারকেও। কারণ? অতিরিক্ত ব্যস্ততা থেকেই নাকি তাঁর জীবনে ভাঙন। যদিও, এসব প্রশ্নের উত্তর তিনি দেননি।

উল্লেখ্য, শ্রাবন্তীর সঙ্গে দুটো ছবিতে পরপর দেখা যেতে চলেছে। আবার, ঋতাভরীর সঙ্গে একটি ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে। এখন চূড়ান্ত ব্যস্ততা।

tollywood Jeetu Kamal Nabanita Das Entertainment News
Advertisment