Jeetu Kamal: 'ভেবে দেখুন কী করবেন...', অতীত-প্রাক্তন নবনীতার মায়া ছেড়ে বেরোতেই পারছেন না জিতু! 

Jeetu Nabanita : সম্পর্কে তিক্ততা, অভিনেতা জিতু কামাল আজও অতীতের মাঝেই আবদ্ধ?

Jeetu Nabanita : সম্পর্কে তিক্ততা, অভিনেতা জিতু কামাল আজও অতীতের মাঝেই আবদ্ধ?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Jeetu Kamal nabanita actor divorce tollywood update

কী বলছেন জীতু?

কিছুদিন আগেই তিনি চর্চায় ছিলেন নিজের নতুন ছবির কারণে। আর এখন ফের একবার অতীতের সম্পর্কের খাতিরে তাঁকে নিয়ে আলোচনা। নবনীতা এবং জিতু কামালের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। তবে, জিতু নবনীতাকে সোশ্যাল মিডিয়ায় সর্বত্র নবনীতাকে ব্লক করে রেখেছেন।

Advertisment

নবনীতা জিতুর উদ্দেশ্যে কী বলছেন একথা তিনি শুনতেও পারেন না, দেখতেও পারেন না। তাই তো, বউয়ের অজানা যন্ত্রণার কথা তার কাছে বোধগম্য নয়। কিন্তু মাঝেমধ্যেই বেশ কিছু এমন পোস্ট জিতু করেন যেটা বেশ মানেযুক্ত। অর্থাৎ? জিতুর সোশ্যাল মিডিয়ায় নিজের অতীতের ঘটনা অবলম্বনে অনেক ধরনের পোস্ট দেখা যায়। কিছুদিন আগেই দেয়ালের একটি ক্যানভাসে মিশে যেতে দেখা গিয়েছিল তাঁকে। সেই লাল ঠোঁটের মায়ায় ডুবেছিলেন তিনি।

এখানেই শেষ না। অভিনেতা এবার নিজের জীবন সংক্রান্ত এমন কথা বললেন, যাতে ফের একবার অনুরাগীরা প্রাক্তন নবনীতার সংযোগ খুঁজছেন। জিতু একটি ছবি পোস্ট করেছেন যাতে দেখা যাচ্ছে... একটি মেয়ে যে নিজেকে আস্থেপৃষ্ঠে বেঁধে রেখেছে সে ক্রমশই উড়ে যাচ্ছে। এবং তাঁর হাতে একটি জলের ড্রাম। অতীতের মায়া বিচ্ছিন্ন করে যাওয়ার ক্ষমতা নেই তাঁর। দেখা গেল অতীতের কোটায় বেশি জল ঢালছেন তিনি। এই ছবিতে একটি উল্লেখ পর্যন্ত করা হয়েছে।

Advertisment
publive-image

তাতে লেখা, "ভাল করে বুঝে শুনে দেখুন। ঠিক কোন খাতে আপনি আপনার শক্তি ক্ষয় করবেন।" আর এই ছবি পোস্ট করতেই জিতুর মন এবং মানসিকতার কথা ঘুরছে অনুরাগীদের মুখে মুখে। এমনিও, তারা আজও মনে করেন জিতু নিজেই সম্পর্কের ভাঙ্গনের জন্য দায়ী। আবার অনেকেই মনে করেন, নবনীতা দায়ী। কেউ কেউ এমনও মনে করেন, জিতু যে ছবি যে ক্যাপশন দিয়ে পোস্ট করেন, সেটার অর্থই হল নবনীতার উদ্দেশ্যে কিছু পোষ্ট করেছেন।

tollywood Entertainment News Jeetu Kamal