Advertisment
Presenting Partner
Desktop GIF

Jeetu-Nabanita: 'ফিরে যাওয়ার আর সুযোগ নেই..', নবনীতার সঙ্গে আইনি বিচ্ছেদ হতেই জিতু ভরা বাজারে যা বললেন....

Jeetu Kamal nabanita divorce: কবে হল তাদের আইনি বিচ্ছেদ? জিতু বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Jeetu kamal Nabanita das law divorce tollywood entertainment news

Jeetu- অবশেষে বিচ্ছেদ হল জিতুর?

Jeetu - Nabanita: গতবছরের শুরুর দিকেই অভিনেত্রী নবনীতা দাসের ( Nabanita Das ) একটি পোস্ট সবাইকে চমকে দিয়েছিল। জিতুর থেকে আলাদা হওয়ার পোস্ট করেছিলেন নবনীতা। অনেক অভ্যাস বদলে যাবে ... এমন ইঙ্গিত করেছিলেন।

Advertisment

তারপর সেই জল গড়িয়েছে অনেকদূর। জিতু কামাল ( Jeetu Kamal ) সম্পর্কের ঘেরাটোপে আটকে না থেকে নিজেকে ব্যস্ত করেছিলেন কাজে। আলাদা থাকছিলেন তারা অনেকদিন। বলেছিলেন, বাচ্চা বউকে মানিয়ে নেবেন। কিন্তু, সেসব আর হয়ে ওঠেনি। বরং, নবনীতা অন্য সম্পর্কে জড়িয়েছেন এমন গুঞ্জন শোনা গিয়েছিল। প্রশ্ন উঠেছিল, তাদের কি আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে?

নবনীতা মানুষ রিলিজের সময় জিতুকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তারপর? সময় এগিয়েছে ঝড়ের গতিতে। নবনীতার একটি ফেসবুক পোস্ট সবাইকে অবাক করেছিল। "কাছে আসতে গেলে দূরে যেতে হয়..", তাহলে কি তারা ফের সংসার বাঁধার প্ল্যানিং করছেন? এই প্রশ্ন করতেই জিতুর সাফ উত্তর...

আরও পড়ুন - Jeetu Kamal: ‘ভেবে দেখুন কী করবেন…’, অতীত-প্রাক্তন নবনীতার মায়া ছেড়ে বেরোতেই পারছেন না জিতু! 

"আর ফিরে টিরে আসার কিছু নেই! সমাজমধ্যম দেখার খুব একটা সময় হয় না। ফিরে যাওয়ার সম্ভাবনা নেই। কারণ, আমাদের মধ্যে আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে। এর বেশি নবনীতাকে নিয়ে কোনও মন্তব্য আমি করতে চাই না।" কানাঘুষো খবর, জিতুর সঙ্গে নবনীতার ডিভোর্স হয়েছে আগের বছর ১৭ই নভেম্বর।

আপাতত জিতু নিজের মতোই ব্যস্ত আছেন। সোজাসুজি বলেন... "আমি এখন সিঙ্গেল"। সামনে অনেক নতুন ছবির কাজ করতে তাঁকে দেখা যাবে। শ্রাবন্তী এবং ঋতাভরীর সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন তিনি।

tollywood Jeetu Kamal Nabanita Das Entertainment News
Advertisment