সোমবার রাত থেকেই অবস্থার অবনতি হতে শুরু করে করোনায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya)। অক্সিজেন মাত্রা নেমে যায় ৮৫-এর নীচে। তারপরেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তড়িঘড়ি ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক রং-দল নির্বিশেষে উদ্বিগ্ন সকলে। নেটমাধ্যমে ছেয়ে গিয়েছে তাঁর আরোগ্য কামনার বার্তা। সেই প্রেক্ষিতেই কলম ধরলেন জিতু কমল (Jeetu Kamal)। খানিক আবেগপ্রবণই তিনি। লিখলেন, "আপনি তো আজও রাজ্যের নায়ক, সেই দায়িত্ব পালন করতেই কি হাসপাতালে?"
Advertisment
মঙ্গলবার অভিনেতা তাঁর ফেসবুকে বুদ্ধদেব ভট্টাচার্যের একটি ছবি শেয়ার করে তাঁর আরোগ্য কামনা করেছেন। তাঁর লেখনীতে ফুটে উঠেছে এক অজানা আশঙ্কাও। জিতু লিখেছেন, "আমাদের নজর এড়িয়ে আপনার কোথাও যাওয়া হচ্ছে না স্যার। মুখ্যমন্ত্রী থাকাকালীন স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখতে ঠিক যেমন আপনাকে হাসপাতালগুলোতে যেতে দেখেছি, আজও তো আপনি রাজ্যের নায়ক, সেই দায়িত্ব পালন করতেই হাসপাতাল যাওয়া কি?? যান,যান.. তবে,তাড়াতাড়ি ফিরে আসুন।"
সদ্য মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, আপাতত বুদ্ধদেবের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর চিকিৎসায় ছয় সদস্যের মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। এছাড়া সিটি স্ক্যানও করানো হয়েছে। বেশ কিছু রক্ত পরীক্ষাও হয়েছে। চিকিৎসকরা সব পরীক্ষার রিপোর্ট হাতে এলে আরও স্পষ্ট করে বলা যাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী শারীরিক পরিস্থিতি।
প্রসঙ্গত, দিন কয়েক আগে যখন বুদ্ধদেববাবুর করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল, সেই সময়েও জিতুর উদ্বিগ্নতা প্রকাশ্যে এসেছে। লিখেছিলেন, “আমার ঈশ্বরও আজ আক্রান্ত। স্তব্ধ হলাম। আর কোনও কথা নয়।” টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা জিতু বামপন্থী মনোভাবাপন্ন। একাধিকবার তাঁর পোস্টে কিংবা কথায় তা প্রকাশ পেয়েছে। তাই আজ যখন তাঁর অনুপ্রেরণা, 'ঈশ্বর' হাসপাতালে যুঝে চলেছেন মারণ ভাইরাসের সঙ্গে, চুপ থাকতে পারেননি জিতু। আবেগপ্রবণ ভাবেই ফেসবুকে কলম চালালেন অভিনেতা।