Advertisment
Presenting Partner
Desktop GIF

জিতুর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেই চূড়ান্ত আফসোস! মাথা চাপরাচ্ছেন নবনীতা?

হঠাৎ করেই ভুল হয়ে গেল?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
jeetu kamal, nabanita das, jeetu kamal divorce, jeetu kamal news, jeetu kamal call off his wedding, nabanita das broken relationship, jeetu nabanita, জিতু-নবনীতা, বিয়ে ভাঙছে জিতু-নবনীতার?, jeetu nabanita divorce, টলিউড, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

জিতু-নবনীতা

হঠকারী সিদ্ধান্তের ফল আসলে কেমন হয় সেটা বোধহয় এতদিনে বুঝে গিয়েছেন নবনীতা। হঠাৎ করেই বিচ্ছেদের কথা ঘোষণা করেন তিনি। কিন্তু এখন...

Advertisment

কানাঘুষো খবর, স্নেহালের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন নবনীতা। তাঁর সঙ্গেই ছুটি কাটাতে ব্যস্ত অভিনেত্রী। কিন্তু, এসব শুনতে নারাজ জিতু। তাঁর কথায়, স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ হয়নি। মনের সম্পর্কও শেষ হয়নি। তাই ভুলভাল শুনতে নারাজ অপরাজিত অভিনেতা। কিছুদিন আগেই তাঁর জন্মদিন গিয়েছে। সকলের ভালবাসা পেয়ে ধন্য তিনি। কিন্তু স্ত্রীর কাছ থেকে অন্তত সোশ্যাল মিডিয়ায় কোনও বার্তা পাননি তিনি। অবশেষে...

জিতুর বাচ্চা বউ নবনীতা। সে ভুল করেই থাকে আর জিতু সেই ভুল আনন্দের সঙ্গে শুধরে দেন। এবারও শুরুর দিকে পরিস্থিতি সামাল দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু আটকাতে পারেন নি। নবনীতা নিজের ইচ্ছেতেই বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন। সেদিন এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, নবনীতা জেদের বশে হোক বা যেকারনেই হোক বিচ্ছেদ ঘোষণা তো করে দিয়েছেন। কিন্তু...

তাতে নাকি আফসোস হয় নবনীতার? জিতু বলেন, "আমার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের টানাপোড়েন নিয়ে মন্তব্য করে ভুল করেছেন। আমি পরিণত হয়ে সেই ভুলটা অন্তত করতে পারি না। এখন ও নিজের ভুলটা বুঝতে পারে।" বউকে আগলে রাখার কথাও বলেছিলেন জিতু। আপাতত, দুজনের রাস্তা অনেকটাই বাঁকা।

উল্লেখ্য, সিরিয়ালের পাশাপাশি সিনেমায় অভিষেক ঘটতে চলেছে নবনীতার। জিতু নিজেও ব্যস্ত নতুন সব ছবি ঘিরে। আদৌ তাঁদের সম্পর্কের সুতো কোনদিকে বাঁক নেবে সেটাই দেখার।

Jeetu Kamal Nabanita Das tollywood bollywood Entertainment News
Advertisment