Celebs on RG kar Incident: ঋতুপর্ণা সেনগুপ্ত প্রতিবাদের ঝড় তুলতেই তাঁকে ট্রোল করতে শুরু করেন সকলে। এডিটেড ভিডিওতে শঙ্খ বাজিয়ে রোষানলে অভিনেত্রী। এমনকি, তিনি শঙ্খ বাজাচ্ছেন না, জল খাচ্ছেন এমন প্রশ্নও উঠেছে।
Advertisment
প্রতিবাদ করছেন নাকি অভিনয় করছেন, এমনটাই প্রশ্ন করছেন বাকিরা। অভিনেতারা যে অভিনয় করবেন, এবং সে কারণেই তারা যাই করেন তাতেই ট্রোল হন, এমনটাই জানিয়েছেন রচনা বন্দোপাধ্যায়। কিন্তু ঋতুপর্ণার শঙ্খ বাজিয়ে প্রতিবাদের বিষয়টিকে ভাল চোখে দেখেননি অনেকেই। তবে, এই যে ট্রোল হল তাতে অভিনেত্রী নিজের প্রতিবাদের ভাষা হারিয়ে ফেললেন এমনটাই মনে করেন অভিনেতা জিতু কামাল।
জিতু, এই ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন। বার বার রাস্তায় নেমে আন্দোলনে শামিল হওয়ার জন্য ডাক দিয়েছেন। অভিনেতা মনে করছেন ঋতুপর্ণা অনেকবার নানা আন্দোলনে শামিল হয়েছেন, এই ঘটনায় তাঁর কণ্ঠরধের মত পরিস্থিতি। তাই তো সমাজ মাধ্যমে জানিয়েছেন...
"যে শঙ্খ বাজানো নিয়ে এত ট্রোল করা হচ্ছে, সেই শঙ্খ বাজিয়ে কিন্তু কখনো কোন পতাকা তলে দাঁড়ায়নি। আমি যতদিন দেখেছি, তিনি প্রচুর টেকনিশিয়ানের পাশে দাঁড়িয়েছেন দীর্ঘদিন ধরে।আমি তাকে খুব কাছ থেকে চিনি। এই ট্রোল করে হয়তো তাকেও ঘরে চুপ করে বসিয়ে দেওয়া হলো। সে আর হয়তো কোন প্রতিবাদে অংশগ্রহণ করবে না।"
পাশাপশি তিনি এও জানালেন, একজন মেয়ের সঙ্গে জাস্টিস করতে গিয়ে আমরা বাকিদের অসম্মান করছি একই ভাবে। জিতু বলছেন, "ঋতুপর্ণা সেনগুপ্ত, উনিও তো মহিলা। এই আমাদের সম্মান মহিলাদের প্রতি?এই নিয়ে আমরা লড়াই করছি।"