/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/jeetu-1.jpg)
জিতু-নবনীতা
জিতু কামাল, কিছুদিন ধরেই তিনি শিরোনামে। প্রসঙ্গ একটাই, তাঁর এবং স্ত্রী নবনীতার বিচ্ছেদ। অনুরাগীদের কেউই চান না যে তাঁরা আলাদা হন কিন্তু...
শেষ তিনমাস ধরেই নাকি একসঙ্গে থাকেন না তাঁরা। নবনীতা কিছুদিন আগে জানিয়েছিলেন তাঁরা এই বিয়ের শেষ পর্যায়ে চলে এসেছেন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট, নানা ক্যাপশন... এবং নানা বিতর্ক! অনুরাগীদের ধারণা, দুজনের পোস্ট ঘিরে একে অপরকে নিয়ে ইঙ্গিত।
আরও পড়ুন < ‘ওরা পেলে স্যান্ডি সাহা কেন নয়?’ মহানায়ক সম্মান পাওয়া অভিনেতাদের নিয়ে তুখোড় খিল্লি… >
চারিদিকে শুধু বিতর্ক, মন্তব্য... জিতুর তৃতীয় সম্পর্ক ঘিরেও নাম উঠছে নানা নায়িকার। যদিও, সেসব নস্যাৎ করেছেন নবনীতা। শান্তির খোঁজ করছেন নবনীতা। এবার, তাঁর সঙ্গে সঙ্গেই জিতু নিজেও শান্তির খোঁজ করতে ব্যস্ত। আবারও, নিজের ছবি পোস্ট করেই দলাই লামার এক বিখ্যাত উক্তি লিখলেন। "অন্যের ব্যবহার মনের শান্তি নষ্ট করবে, এই ভুল একদম করবেন না।" অভিনেতার পোস্ট নজরে আসতেই ফের নানা কথা বলছেন অনুরাগীরা।
আরও পড়ুন < ‘অনাথ শব্দটা আমার কাছে গালাগালি..’, পাশে নেই স্বামী রাজ! দায়িত্বের ভারে একথা বলেন পরীমণি? >
কেউ বলছেন, অন্যকে অশান্তি দিয়ে আপনি আবার শান্তির কথা বলছেন। আবার কেউ বলছেন, ভাল থাকুন আপনি, এও সুন্দরী বউকে ডিভোর্স দিয়ে শান্তিই তো খুঁজবেন। আবার কেউ বললেন, কথা খানা ঠিক বলেছেন, কিন্তু নিজের ভাবনাটা আরেকটু ঠিক করতে পারতেন।