Advertisment
Presenting Partner
Desktop GIF

বিয়ে ভাঙছে..? বউ নবনীতাকে 'বাচ্চা' বলে সম্বোধন 'নাজেহাল' জিতুর! বললেন..

অভিনেতা কী বলছেন নিজের বিয়ে নিয়ে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
jeetu kamal, nabanita das, jeetu kamal divorce, jeetu kamal news, jeetu kamal call off his wedding, nabanita das broken relationship, jeetu nabanita, জিতু-নবনীতা, বিয়ে ভাঙছে জিতু-নবনীতার?, jeetu nabanita divorce, টলিউড, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

জিতু-নবনীতার বিয়ে নিয়ে দোটানা?

হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া তোলপাড়! জিতু এবং নবনীতার নাকি বিবাহ বিচ্ছেদ! নবনীতার ফেসবুক পোস্ট দেখে সকলের চোখ কপালে। যদিও, একথা অজানা নয় বেশকিছুদিন ধরেই আলাদা থাকছিলেন জিতু এবং নবনীতা। শুটিংয়ের ব্যস্ততা তো রয়েছেই।

Advertisment

তবে, আজ বেলা গড়াতেই এহেন কিছু পোষ্ট করবেন নবনীতা যেন ভাবতেই পারেননি কেউ। জিতুর থেকে আলাদা হচ্ছেন নবনীতা। ভেঙে পড়েন অনুরাগীরাও। সংবাদমাধ্যমের তরফে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মিশ্র অনুভূতি জানিয়েছেন জিতু। তবে, সকলের ফোন পেয়ে বেশ ব্যতিব্যস্ত অভিনেতা নিজেও। তাই তো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন।

আরও পড়ুন < ‘হাতে ধরে সব শিখিয়েছ, কিন্তু আমরা ভাল নেই…’, জিতুকে বিদায় জানালেন নবনীতা! >

নবনীতার পুরনো দিনের একটি ছবি এবং পোস্ট শেয়ার করেই তিনি জানালেন মনের কথা। জিতুর কথায়, নবনীতা বাচ্চা মানুষ সেকারণে এসব করে বসেন মাঝেমধ্যে। রাগ অভিমান সবকিছুই চলে নিয়মমাফিক। জিতু পোস্ট শেয়ার করে লিখলেন, "আমি আগেও বলেছি আবার বলব.. কালও তোমায় আগেলছি আর আজও তোমায় আগলাবো, আগামীতেও তাই করব। বাচ্চা বউ!"

আরও পড়ুন < মধ্যরাতে শুভশ্রী-শ্রাবন্তীর জগন্নাথ দর্শন, দুঃখে-শোকে শেষ মৌনী রায়! বললেন… >

এখানেই শেষ নয়। এত ফোন পৌঁছেছে তাঁর কাছে যে বেশ সমস্যায় পড়েছেন জিতু। মিডিয়া বন্ধুদের কাছে আবদার করলেন তিনি। সমস্ত পরিস্থিতিকে সামাল দেওয়ার কথাও বললেন। ঘটনায় যেন সকলে মানিয়ে নেন এই আবদারও করলেন।

tollywood Jeetu Kamal Entertainment News
Advertisment