Advertisment
Presenting Partner
Desktop GIF

Jeetu Kamal: 'বুদ্ধদেব বাবুর শত্রু তো আমিই...', গুণহীন পুরুষদের নিয়ে কী বাণী শোনালেন জিতু?

Jeetu Kamal news: সমাজ মাধ্যমে নানা বক্তব্য চোখে দেখা যায়। তেমনই, এটাও। জিতুর সেই পোস্টে এক ব্যক্তি মন্তব্য করলেন, বুদ্ধদেব বাবুর কোনও শত্রু ছিলেন?

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
jeetu kamal on RG kar protest

Jeetu Kamal news: বুদ্ধবাবুকে নিয়ে কী বললেন জিতু?

অভিনেতা জিতু কামাল ফের একবার নিজের মনের কথা বলে ফেলেছেন। তিনি এমনিতেও বেশ সক্রিয় নিজের সমাজ মাধ্যমে। নানা বিষয়ে তিনি নানা কথা বলেন। এবার পুরুষ মানুষকে নিয়ে এমন কিছু বলে বসলেন তিনি...

Advertisment

নারীদের অভিযোগের চোটে নাকি পুরুষদের সমস্ত আরজি চাপা পড়ে যায়। কারণ? ছেলেদের কথা শোনার কেউ থাকে না। এমনই নানা অভিযোগ শোনা যায়। আর এবার জিতু ছেলেদের এমন কিছু বিশেষণে বিদ্ধ করলেন যাতে করে, প্রশ্ন ওঠে অনেক। নিজের পুরোনো সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন জিতু।

ঘর বেঁধেছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে এমনও বলেছিলেন, তাঁর মতো মানুষদের কাছে কেউ যায় না। অন্যদিকে, আজ সমাজ মাধ্যমে একটি পোস্ট তিনি শেয়ার করেছেন, যেখানে পুরুষদের নিয়ে এক অদ্ভুত মন্তব্য রয়েছে। সেখানে কেউ কেউ তাঁকে সমর্থন করলেও বেশীরভাগ এমনই বলেছেন যে না জিতুর ধারণা ভুল।

জিতু যে পোস্টটি করেছেন, সেখানে লেখা একজন পুরুষ মানুষের যখন কোনও শত্রু নেই, তখন জানতে হবে সেই পুরুষ মানুষের কোনও কোয়ালিটি নেই। তাঁর এই পোস্টে মন্তব্য করেছেন অনেকেই। কেউ কেউ সেসব মনীষীদের নাম করেই বললেন, তাঁদের আসলেই কোনও শত্রু আছে?

😎😎😎🙅🏼‍♂️🙅🏼‍♂️🙅🏼‍♂️🕺🏻🕺🏻🕺🏻

Posted by Jeetu Kamal on Sunday, November 10, 2024

সমাজ মাধ্যমে নানা বক্তব্য চোখে দেখা যায়। তেমনই, এটাও। জিতুর সেই পোস্টে এক ব্যক্তি মন্তব্য করলেন, বুদ্ধদেব বাবুর কোনও শত্রু ছিলেন? আর উত্তরে জিতু বললেন, হ্যাঁ! আমি। কেউ আবার নাম নিলেন স্বামী বিবেকানন্দ থেকে এপিজে আবদুল কালাম আরও অনেকের। কিন্তু না! তাঁদের প্রশ্ন ছিল এই মানুষগুলোর সত্যিই শত্রু আছে?

বেশিরভাগ এমনি বললেন, যে মনীষীদের তুলনা করা হচ্ছে তাঁদের না জানি, কত শত্রু। কেউ কেউ এমন বললেন, যারা বেঁচে থাকে না, তাঁদের শত্রু থাকে না। বেঁচে থাকলে যত গন্ডগোল। 

tollywood Jeetu Kamal tollywood news Tollywood Television star
Advertisment