Advertisment
Presenting Partner
Desktop GIF

Jeetu Kamal: 'লজ্জা' শরমের মাথা খুইয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে মানুষ, দুষিত সমাজের এমন এক দৃশ্য দেখালেন জিতু...

Jeetu Kamal News: সমাজ মাধ্যমে জিতু ভীষণ সক্রিয়। নানা বিষয়ে তিনি মন্তব্য রাখেন। এমনই এক ভিডিও জিতু কমল শেয়ার করলেন যা দেখে মানুষের লজ্জা হবে। কেন?

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
jeetu  kamal updates

Jeetu Kamal: কী এমন দেখালেন জিতু?

চারিদিকের সমাজ পরিবেশ, সবই যেন দূষিত। সবই যেন অবক্ষয়ের দিকে। কোনটাই সঠিক নেই। পরিবেশ দূষণের নমুনা তো বহুবার পাওয়া গিয়েছে। অন্য দিকে সমাজ যেভাবে দিনের পর দিন দূষিত হচ্ছ, তাতেও ভ্রু কুচকাতে হয়।

Advertisment

এবার এমনই এক ভিডিও জিতু কমল শেয়ার করলেন যা দেখে মানুষের লজ্জা হবে। কেন? সমাজ মাধ্যমে জিতু ভীষণ সক্রিয়। নানা বিষয়ে তিনি মন্তব্য রাখেন। একদিকে যেমন আরজিকর মন্তব্যে তিনি, ভীষণ কাটা কাটা কথা বলেছেন, সেরকমই আজকের দিনে কেমন দৃশ্য দেখালেন...

জিতু সমাজ মাধ্যমে যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে এক সারমেয়কে। তার জ্ঞান মনুষ্য প্রজাতির থেকে অনেক বেশি। যে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিবেশকে দূষিত হতে দেখছে কিন্তু কিছু করছে না সেই জায়গায় সেই চারপেয়ে যা করল, কিছুই না। মনুষ্য প্রজাতির লজ্জায় মাথা নিচু করে রাখা উচিত।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, জলাশয় ভর্তি প্লাস্টিকের বোতল থেকে নানা আবর্জনা। যেখানে মানুষ তার পারে দাঁড়িয়ে হাওয়া খেতে ব্যস্ত, সেখানে সেই সারমেয় সিঁড়ি বেয়ে নিচে নেমে গিয়ে প্লাস্টিক কুড়াতে ব্যস্ত। শুধু তাই নয় জলে ঝাঁপ দিয়ে বোতল এবং প্লাস্টিক তুলে আনল সে। আর এই ভিডিও দেখে জিতু কমলের লজ্জা হচ্ছে। অভিনেতা সেই ভিডিও পোস্ট করে এটাই লিখলেন লজ্জা।

Lojja

Posted by Jeetu Kamal on Tuesday, November 5, 2024

সত্যিই তো, যে কাজ একজন মানুষ পারল না, সেই কাজ আর চার পেয়ে সারমেয় করে দেখাল। অভিনেতার সেই পোস্টে মন্তব্য করেছেন অনেকেই। কেউ বলছেন, সত্যি মানুষ হিসেবে আমাদের লজ্জা হওয়া উচিত। আবার কারওর কথায়, আমাদের লজ্জা হবে না।

প্রসঙ্গত, টেলিভিশন দিয়ে জিতুর শুরু হলেও তিনি জনপ্রিয়তা পান, সত্যজিৎ রায় হিসেবে। পর্দার সত্যজিৎ হিসেবে যে প্রশংসা তিনি পেয়েছেন, সেটি শব্দে প্রকাশ করা সম্ভব না।


 

tollywood Jeetu Kamal tollywood news Entertainment News Today entertainment Entertainment News
Advertisment