Advertisment

Jeetu Kamal: 'এরা মমতা দেবীরও না, বিমান বাবুরও না...', আরজি কর কান্ডের মাঝেই উত্তপ্ত মন্তব্য জিতুর

Jeetu Kamal Post: গতকাল দেখিয়ে দিল পশ্চিমবঙ্গের মানুষ। জিতুর মন্তব্যে ধরা পড়ল, দলীয় রাজনীতির কথা। অভিনেতা সোজা বললেন, দেখে নিলেন তো? বাকি একটা দল রুটি সেঁকছে!

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
jeetu kamal on RG kar protest

Jeetu Kamal RG Kar protest- ধান্দাবাজদের চিনতে বললেন জিতু

গতকাল কলকাতার মহা মিছিলে উপস্থিত ছিলেন তারকারা। স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে সৃজিত মুখোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী এমনকি সোহিনী সরকারও নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যান মিছিল। যারা সশরীরে উপস্থিত থাকতে পারেননি, তারা সমাজ মাধ্যমে এসে কলম ধরলেন।

Advertisment

গতকাল মহানগরীর রাস্তায় যারা ছিলেন, তাদের দেখে আপ্লুত জিতু কামাল। মানুষ তথা পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়ে দিল। অভিনেতাকে কিছুদিন আগেই আক্রমণ করা হয়েছিল তাঁর মন্তব্যের কারণে। তিনি ক্রমাগত সমাজ মাধ্যমে আপডেট দিয়ে চলেছেন। আর গতকাল মানুষের ঢল আর প্রতিবাদের স্বর দেখে জিতু বলেই ফেললেন...

সতর্ক করলেন জিতু?  

"বলি,আজকের যে মহামিছিলে এত সংখ্যক মানুষের সমাগম,এই মিছিলটা কোন রাজনৈতিক দলের?? প্রথম দিন যখন আমি বলেছিলাম দলমত নির্বিশেষে রাস্তায় নামুন।তখন কিছু ফেসবুকি সিপিএম ঝাঁপিয়ে পড়ে সমালোচনা করলেন। আজকে তো আবার দেখিয়ে দিলো। শহরবাসী,পশ্চিমবাংলাবাসী।" জিতু এখানেই থামলেন না। বরং দলমত নির্বিশেষে সকলকে গর্জে ওঠার কথা বলেন। এটা কোনও রাজনৈতিক বিষয় না। এটা মেয়েদের সম্মানের ব্যাপার। ন্যায় বিচারের লড়াই। জিতু আরও বললেন...

আরও পড়ুন  -    'নারীবাদের নামে সমাজ কুৎসিত দিকে যাচ্ছে...', স্বামী অমিতাভের নামে পরিচিতি পেতেই ফোঁস করলেন জয়া, পাঠ পড়ালেন কঙ্গনা 

বলি,আজকের যে মহামিছিলে এত সংখ্যক মানুষের সমাগম,এই মিছিলটা কোন রাজনৈতিক দলের?? প্রথম দিন যখন আমি বলেছিলাম দলমত...

Posted by Jeetu Kamal on Sunday, September 1, 2024

"দলমত নির্বিশেষে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন। টিএমসি সিপিআইএম দেখতে যাবেন না। অবশ্যই ধান্দাবাজদের চিহ্নিত করুন। যারা মমতা দেবীরও নয়, বিমান বাবুরও নয়, মোদীজীরও নয়। যেদিকে ভিড় সেদিকে ঝুঁকে পড়েন,আর নিজেরটা গুছিয়ে নেন। বাকি একটা দল তো রুটি সেঁকছে।" 

উল্লেখ্য, জিতুকে আর্টিস্ট ফোরামের এবং টলিউডের মিছিলে দেখা গিয়েছিল। তাঁর পাশাপাশি সমাজ মাধ্যমে দিব্যি প্রতিবাদ জানাচ্ছেন তিনি। নিজের মন্তব্যের পাশাপাশি সঠিক ভুলের পার্থক্যও দেখিয়ে দিচ্ছেন।

Jeetu Kamal RG Kar Medical College tollywood news entertainment Entertainment News
Advertisment