Jeetu Kamal: 'ভারত-বাংলাদেশের যুদ্ধ লাগলে...', কোন ক্ষেত্রে দ্বিমত পোষণ করলেন জিতু কমল?

Jeetu Kamal: এবার ফের একবার এমন বিতর্ক চোখে এসেছে যাতে অভিনেতা জিতু কমল নিজের সমাজ মাধ্যমে একটি দ্বিমত পোষণ করেছেন। সমাজ মাধ্যমে একটি একাউন্ট থেকে পোস্ট করা হয়েছে বেশ ভয়ঙ্কর একটি মন্তব্য।

Jeetu Kamal: এবার ফের একবার এমন বিতর্ক চোখে এসেছে যাতে অভিনেতা জিতু কমল নিজের সমাজ মাধ্যমে একটি দ্বিমত পোষণ করেছেন। সমাজ মাধ্যমে একটি একাউন্ট থেকে পোস্ট করা হয়েছে বেশ ভয়ঙ্কর একটি মন্তব্য।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
jeetu  kamal updates

Jeetu Kamal: কী বলছেন জিতু?

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে চর্চা টিংয়ে। বিশেষ করে তাঁদের সকলের মধ্যে যে ধরনের ভারত বিদ্বেষী কার্যকলাপ লক্ষ্য করা যাচ্ছে, তাঁদেরকে নিয়ে এপারের অনেক মানুষই নানা কথা লিখছেন। কানাঘুষো শোনা গিয়েছিল, কলকাতার বেশ কিছু হাসপাতালে বাংলাদেশীদের চিকিৎসা নিয়েও প্রশ্ন উঠেছে। একে তো কিছুদিন আগে একটি ছবি সব ভারতীয়দের গায়ে জ্বালা ধরিয়েছিল। ভারতীয় পতাকা পায়ে পিষে দিয়ে যাচ্ছে, এমন একটি দৃশ্য দেখেই তীব্র নিন্দা করেছিলেন অনেকেই।

Advertisment

আর এবার ফের একবার এমন বিতর্ক চোখে এসেছে যাতে অভিনেতা জিতু কমল নিজের সমাজ মাধ্যমে একটি দ্বিমত পোষণ করেছেন। সমাজ মাধ্যমে একটি একাউন্ট থেকে পোস্ট করা হয়েছে বেশ ভয়ঙ্কর একটি মন্তব্য। প্রোফাইলটিতে ছবি যদিও বা বাংলাদেশের বিতর্কিত কবি এবং লেখিকা তসলিমা নাসরিনের। কিন্তু, সমাজ মাধ্যম পেজটি তাঁর কিনা, এই নিয়ে অনেক সন্দেহ রয়েছে।

কিছুদিন আগে তসলিমার ফেসবুক প্রোফাইল রিমেমবারিং মোডে চলে গিয়েছিল। তারপর থেকে মাঝেমধ্যেই তিনি কিছু পোষ্ট ও করেন। কিন্তু একটি পোস্ট শেয়ার করা হয়েছে একটি প্রোফাইল থেকে। যেখানে লেখা, "ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে আমি ভারতের পক্ষে থাকব।" আর এরপরই শুরু হয়েছে আরও জোরালো আলোচনা। সেখানে ওপার বাংলার অনেকেই অদ্ভুত সব মন্তব্য করেছেন। কিন্তু, এপারের অভিনেতা জিতু কমল, তাঁকে দেখা গিয়েছে নিজের মতামত সাফ জানাতে।

সম্পূর্ণ দ্বিমত পোষণ করলাম। যুদ্ধটা হবেই বা কেন???

Posted by Jeetu Kamal on Tuesday, December 3, 2024
Advertisment

দুটি দেশের মধ্যে যুদ্ধ হবে কেন, এই নিয়ে ভাবতেও তিনি নারাজ। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই দ্বেষ এবং হিংসা মেনে নেওয়া সম্ভব না। তাই তো সেই পোস্ট শেয়ার করে তিনি বলেন... "সম্পূর্ণ দ্বিমত পোষণ করলাম। যুদ্ধটা হবেই বা কেন???" আর অন্যদিকে, জিতুর এই পোস্টে তাঁর অনুরাগীরা অনেকেই মন্তব্য করেছেন। তাঁর মধ্যেই তিনি একজনকে প্রতিত্তুর দিয়েছেন।

জিতুর সেই ভক্ত বলেন, "দাদা হাসালেন, ওরা করবে আমাদের সঙ্গে যুদ্ধ? ওদের কী এমন আছে দাদা?" জিতু সেই মন্তব্যের পাল্টা উত্তর দিয়ে লিখেছেন, "কিছু নিরীহ মানুষ আছে। আর কিছু না থাকুক।" জিতু সমাজ মাধ্যমে বেশ সক্রিয়। তিনি নানা কিছু পোষ্ট করতেই থাকেন। এবং যেকোনও বিষয়ে যথেষ্ট জ্ঞান পর্যন্ত রাখেন তিনি। যদিও, বর্তমানে তিনি ব্যস্ত গৃহপ্রবেশ ছবির শুটিংয়ে।

tollywood Jeetu Kamal tollywood news