Jeetu Kamal-Tollywood: টলিপাড়ায় প্রেমের শেষ নেই। কোন তারকা কখন কার প্রেমে পড়বেন যেন বোঝা সম্ভব হয় না। একসঙ্গে কাজ করতে করতে যেমন একে অপরের প্রেমে পড়েন, কখনও বিয়ে করেন। আবার কখনও বিচ্ছেদ হয় তাঁদের। অভিনেতা জিতু কমলের জীবনে যে কি ঘটছে, তিনি নিজেও এই নিয়ে মুখ খুলছেন না।
তিনি সমাজ মাধ্যমে বেশ সক্রিয়। যেকোনও বিষয়ে তিনি নানা মন্তব্য রাখেন। খেলা থেকে রাজনীতি আবার বিনোদন, সব কিছুতেই তিনি সরব। আর এবার যখন প্রেমের কথা বলছেন, কেন তাহলে যার প্রেমে পড়েছেন, তাঁর কথা সামনে থেকে বলতে পারছেন না কেন? জিতু কিছুদিন আগেই জানিয়েছিলেন, তিনি পাহাড়ে প্রেমের সন্ধান পেয়েছেন। এক নারীমূর্তির পাশে দাঁড়িয়ে পাহাড়ে প্রেমে ভেসেছিলেন। একথা, যারা সিনেপ্রেমী তাঁরা অনেকেই জানেন, জিতু গিয়েছেন কাশ্মীরে তাও দিতিপ্রিয়ার সঙ্গে শুটিং এর জন্য।
এমনকি, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যখন দিতিপ্রিয়াকে ফোন করা হয়, তিনি হাসতে হাসতেই বলেছিলেন, যখন আমার মতো দেখতে তখন আমিই। কিন্তু, আজ একদম আঙ্গুলের ফাঁকে আঙুল রেখে একটি ছবি আপলোড করলেন। তাঁর সঙ্গে একটি ভিডিও আপলোড করলেন, যেখানে দেখা গেল, পাহাড়ের মুগ্ধ করা সৌন্দর্য। আর সেই ছবিতেই তিনি যা লিখলেন..
/indian-express-bangla/media/post_attachments/54b656fb-56f.png)
অভিনেতা লিখছেন, "আজ্ঞে হ্যাঁ, আমি প্রায় ৬ বছর পর আবার প্রেমে পড়লাম।" অভিনেতার এই মন্তব্যেই বেশিরভাগের এমনই প্রশ্ন, ৬ বছর? কী করে সম্ভব? নবনীতার সঙ্গে তো বিচ্ছেদের বছর তিনেক হয়নি, তাহলে এহেন কাণ্ড কী করে সম্ভব? তবে কি, নবনীতার সঙ্গে সম্পর্ক থাকাকালীন অন্য সম্পর্কে ছিলেন তিনি? নানা প্রশ্ন উঠলেও তিনি সরব নন। অভিনেতার কাণ্ডে ভক্তরা বেশ উৎসাহী। অনেক টলিউড তারকাই এই পোস্টে মন্তব্য করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। আবার দিতিপ্রিয়ার অনুরাগীরা জানেন, তিনি যে প্রেমের সম্পর্কে রয়েছেন। তাঁর প্রেমিক ইন্ডাস্ট্রির মানুষ না।
কিন্তু, বেশিরভাগ এমন দাবি করছেন যে এটা পুরোটাই ছবির জন্য করছেন তিনি। দিতিপ্রিয়ার সঙ্গে ছবির শুটিং করতে কাশ্মীরে গিয়েছেন তিনি। যদিও বা টলি তারকারা যখন তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, জিতু কিন্তু একবারও জানাননি, যে এই দৃশ্য ছবির প্রয়োজনে করা।