/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/jeetu.jpg)
Jeetu- অবশেষে বিচ্ছেদ হল জিতুর?
জিতু এবং নবনীতার সম্পর্কের মধ্যে ভাঙনের কথা তো সকলেই জানেন। চারপাশে কেবল বিতর্ক! সম্পর্কে তৃতীয় ব্যাক্তির আগমন, সব মিলিয়ে যেন ভয়ঙ্কর বিষয়।
তারকাদের জীবনে নানা ঘটনা ঘটেই থাকে। জিতু নবনীতার জীবনেও ব্যতিক্রম নয়। কানাঘুষো খবর, নবনীতা নাকি স্নেহালের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। যদিও, এই বিষয়ে মুখ খুলতে নারাজ জিতু। তবে, একথা শুনতে শুনতে যেন ভাষা হারিয়েছেন তিনি। ক্লান্ত হয়ে পড়েছেন। এবার, এক গুরুতর সিদ্ধান্ত নিলেন।
সোশ্যাল মিডিয়ায় নিজের ব্রেক নেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। সবকিছু থেকে দূরে গিয়ে সাদামাটা সহজ দুনিয়ায় বাঁচতে চান তিনি। লিখলেন, "ফোন থেকে কিছুদিনের বিরতি নিলাম। সুন্দর জীবন বাঁচতে চাই। একটি তাজা হাওয়া খুব প্রয়োজন।" এখানেই শেষ নয়। শুটিংয়ের ব্যস্ততার মাঝেও নিজের অভিব্যক্তি জানাতে ভুল হল না তাঁর।
আরও পড়ুন - রেষারেষি ভুলে ‘ছেলে’ শাহরুখকে বুকে টানলেন ধর্মেন্দ্র, তারপর?
চোখে ঝড়, আর হাসিতে স্মিত ভাব... অভিনেতা জিতু নিজের খেয়ালেই মত্ত। কিছুদিন আগেই তাঁর জন্মদিন গিয়েছে। তাতে, নবনীতার তরফে কোনও শুভেচ্ছাবার্তা পৌঁছায় নি। উল্টে, সেসময় অভিনেত্রী ছুটি কাটাতে ব্যস্ত ছিলেন। জিতু নিজেও কাজে ব্যস্ত। আজ ভোর হতেই গিয়েছেন শুটিং ফ্লোরে।