Advertisment
Presenting Partner
Desktop GIF

নবনীতা-হীন জীবন, তাও পুজোর আনন্দ ষোলোআনা! 'বাচ্চা বউ'কে মিস করবেন জিতু?

জিম-শুটিং এসবের পরে পুজোর সময় কাছের মানুষকে কতটা মিস করবেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
jeetu kamal, nabanita das, jeetu kamal divorce, jeetu kamal news, jeetu kamal call off his wedding, nabanita das broken relationship, jeetu nabanita, জিতু-নবনীতা, বিয়ে ভাঙছে জিতু-নবনীতার?, jeetu nabanita divorce, টলিউড, bollywood update, tollywood news, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

জিতু-নবনীতা

টলিপাড়ায় বিচ্ছেদ কোনও নতুন ঘটনা নয়। আর শেষ কিছু মাস ধরে জিতু এবং নবনীতাকে নিয়ে নানা শোরগোল। দুই তারকা দম্পতির আলাদা থাকা নিয়ে নানা গুঞ্জন। প্রথমে সন্দেহ ছিল, জিতু নাকি সম্পর্কে জড়িয়েছেন কিন্তু, সেই গুজবে জল ঢালেন নবনীতা নিজেই। উল্টে পাল্টে এখন সব অভিযোগ নবনীতার দিকেই।

Advertisment

অভিনেত্রীর জীবনে নতুন মানুষের আগমন ঘটেছে, একথা নতুন না। নতুন বন্ধু স্নেহালের সঙ্গে গোয়া ঘুরে এসেছেন তিনি। তবে, নিজেদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে একথা মানতে নারাজ। সামনেই পুজো, কিছুদিন আগেই নবনীতা জিতু এবং তাঁর পরিবারের সঙ্গে কাটানো পুজোর মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন। তাতে লিখেছিলেন, এবার তোমাদের ছাড়া পুজো কাটাতে হবে। প্রাক্তন শ্বশুর বাড়ির সকলকে এবার তিনি মিস করবেন সেটা বলাই যায়। কিন্তু জিতু?

অভিনেতার জীবনে এবার অনেকবছর পর পুজোর ভাবটা অন্যরকম। কিন্তু, সবকিছুর পরেও যে চারদিন মা দুর্গা থাকবেন, আনন্দে খামতি থাকবে না। নবনীতার সঙ্গে আইনি বিচ্ছেদের মামলা চললেও এই চারদিন জিতু সময় কাটাবেন নিজের সোদপুরের বাড়িতে। অভিনেতা এক সংবাদমাধ্যমে জানান...

যেভাবে প্রতিবছর পুজো কাটান, সেভাবেই এবছর কাটাবেন। পুজোর চারদিন তিনি সোদপুরে নিজের বাড়িতেই থাকেন। সেই পাড়াটায় ভীষণ আনন্দ হয়। সমস্ত বন্ধুরা বেশিরভাগ সকলে বাইরে থাকেন। পুজোর সময়টা সকলে এক হন। পুজোয় একবিন্দু খামতি থাকে না। খাওয়াদাওয়া - আড্ডা সব চলতে থাকে। শুটিং এর ফাঁকে এখন জিম করছেন প্রতিনিয়ত। মাঝেমধ্যেই ঘাম ঝরিয়ে ছবি আপলোড করছেন তিনি।

আগামীদিনে একের পর ছবিতে সাইন করেছেন। শ্রাবন্তীর সঙ্গে দুটি ছবিতে তাঁকে দেখা যেতে চলেছে। অন্যদিকে, ঋতাভরীর সঙ্গেও একটি ছবিতে তাঁকে দেখা যাবে। আপাতত, সেপারেশন মোড চলছে জিতু নবনীতার। তবে, এবার আর বাচ্চা বউকে মানিয়ে নেওয়া হল না তাঁর। বরং নবনীতার সেদিনের সেই পোস্ট সত্যিই প্রমাণ হল।

tollywood Jeetu Kamal Nabanita Das Entertainment News
Advertisment